আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরাঞ্চলের রেল শিডিউল বাতিল

ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলের রুটে চলাচলকারী সব ট্রেনের সিডিউল বাতিল করেছে রেল কতৃপক্ষ। ১৮ দলীয় জোটের ডাকে ৪৮ ঘণ্টার অবরোধের সময় রেল লাইনে অব্যাহত নাশকতায় জানমালের সম্ভব্য ক্ষয়ক্ষতি ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

গতকাল রাত থেকে ট্রেনের সিডিউল ঠিক রাখা যাচ্ছিল না। এমনকি রাতের অনেক ট্রেন সকালেও ঢাকা ছাড়তে পারেনি। সেখানে রাতভর অপেক্ষমান ছিলেন যাত্রীরা।

ঈশ্বরদীর বাইপাসে রেলের স্লিপার উপড়ে ফেলায় ইতোমধ্যে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগযোত বন্ধ রয়েছে। এ অবস্থায় তিস্তা, অগ্নিবীণা, গোধুলী, বলাকা, সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সিডিউল আপাতত বাতিল করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.