আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম সংকটে রেলের টিকিট

ঈদের অগ্রিম টিকিটের কৃত্রিম সংকটের ফাঁদে পড়েছে রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন। বিক্রির প্রথম দিনই লঞ্চের কেবিনের টিকিট চলে গেছে কালোবাজারিদের দখলে। লাইন দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। ঈদুল আজহা ও পূজার ছুটি যতই ঘনিয়ে আসছে, রাজধানীর কমলাপুরে ট্রেনের টিকিটপ্রত্যাশীদের সারি ততই হচ্ছে দীর্ঘ। কমলাপুর রেলস্টেশন থেকে ১৩ অক্টোবরের টিকিট বিক্রি করা হয় গতকাল।

আজ বিক্রি হবে ১৪ অক্টোবরের টিকিট। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রির কথা থাকলেও গতকাল বেলা ২টার আগেই টিকিট নেই বলে জানিয়ে দেওয়া হয় কাউন্টারগুলো থেকে। এসব নিয়ে অহরহ উত্তেজনার সৃষ্টি হচ্ছে। গতকালও টিকিট না পেয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার খায়রুল বাশারের কক্ষের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছেন সাধারণ যাত্রীরা। একই অবস্থা বাস ও লঞ্চের ক্ষেত্রে।

টার্মিনালগুলোতে টিকিটপ্রত্যাশী যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের চেয়ে গতকাল ছিল বেশি। এসব টার্মিনালের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। অনেকেই টিকিট পাওয়ার জন্য গতকাল ভোর থেকে অপেক্ষা করছিলেন বাস, রেল ও লঞ্চ টার্মিনালে।

চট্টগ্রামে টিকিট পেতে নারীদের দীর্ঘ লাইন : কোরবানির ঈদ ও পূজাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট পেতে পুরুষের পাশাপাশি নারীযাত্রীদেরও দীর্ঘ লাইন দেখা গেছে। মোবাইলে ২৫ ও কোটায় ৫ শতাংশ ছাড়া তূর্ণানিশীথা, মহানগর গোধূলি ও সুবর্ণা এঙ্প্রেস, মেঘনাসহ সব ট্রেনের টিকিট কাউন্টারে দেওয়া হয়েছে।

কালোবাজারি প্রতিরোধে ঈদের টিকিট বিক্রির জন্য নজরদারিতে রেখেছেন আইনশৃঙ্খলা ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে টিকিটের সংখ্যা কম হওয়ায় যাত্রীরা শঙ্কায় থাকছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। ১৩ অক্টোবরের এই টিকিটের জন্য বৃহস্পতিবার রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। তবে মহিলাদের জন্য নির্ধারিত ৭ নম্বর কাউন্টারে দেখা যায় সেখানেও রয়েছে দীর্ঘলাইন।

এদের মধ্যে বেশিরভাগ মহিলা ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর যাত্রী।

এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা কামরুন নাহার নামের চা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, টিকিট নিতে ভোর ৬টায় এসেছি। ৯টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। সাড়ে ১১টায় সামনে ৫/৬ জন মহিলা রয়েছেন। এর আগেই মাইকে ঘোষণা আসে টিকিট শেষ হয়ে গেছে।

তবে আরেক যাত্রী শামিমা ইসলাম জানান, বৃহস্পতিবার এক ছেলেকে ১০০ টাকা দিয়ে লাইনে দাঁড় করে রেখেছিলেন। সকাল ৯টায় এসে লাইনে দাঁড়িয়ে ১০টার সময় আখাউড়ার জন্য দুটি টিকিট কিনতে পেরেছেন। লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কসবাসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের তুলনায় টিকিট কম হওয়ায় প্রতি বছরই টিকিটের ভোগান্তির মধ্যে থাকি আমরা। তবুও এবার টিকিট পেয়ে আমি অবশ্যই খুশি। জানা গেছে, আজ বিক্রি করা হবে ১৪ অক্টোবর ও ১৫ অক্টোবর যাত্রার টিকিট বিক্রি হবে কাল।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।