আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়নস ট্রফিতে নেই ক্যালিস

গত বছরের ফেব্রুয়ারিতে শেষবারের মতো ওয়ানডে ম্যাচ খেলেছিলেন জ্যাক ক্যালিস। দীর্ঘদিন পর আবার চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে দেখা যাবে, এমনই আশা করেছিলেন অনেকে। কিন্তু আকস্মিকভাবে ক্যালিসকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত কারণে ক্যালিস নিজেই এই প্রতিযোগিতায় অংশ নিতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জেপি ডুমিনি।


নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজগুলোতে মাঠে নামেননি জ্যাক ক্যালিস। দুটি সিরিজেই বিশ্রাম দেওয়া হয়েছিল এ সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যাবে না তাঁকে। ব্যক্তিগত সমস্যার কারণে ক্যালিস নিজেই এই প্রতিযোগিতায় অংশ নিতে চাননি বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন। তিনি বলেছেন, ‘দল থেকে নিজের নাম বাদ দেওয়ার অনুরোধটা ক্যালিসই করেছিলেন।

আর আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। ’ চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্তটা ক্যালিসের একদিনের ক্যারিয়ারেও প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নও উঠেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অঙ্গনে। তবে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাডসন। ১৯৯৫ সালে একদিনের ক্রিকেটে অভিষেকের পর ৩২১টি ওয়ানডে খেলেছেন জ্যাক ক্যালিস। ব্যাট হাতে ১৭টি শতকসহ ১১ হাজার ৪৯৮ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বল হাতে নিয়েছেন ২৭০ উইকেট।
দক্ষিণ আফ্রিকা দল
এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বাহারডেন, জেপি ডুমিনি, ডু প্লেসিস, কলিন ইনগ্রাম, রোরি ক্লেইনভেল্ট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, রবিন পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন, লনওয়াবো ততসোবে। — রয়টার্স।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.