আমাদের কথা খুঁজে নিন

   

ধৈর্য

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

ধৈর্য ধর হে, ব্যস্ততায় কী করছে কবে কে? জানা অজানা মানুষগুলি নিন্মস্তর থেকে উঠেছে সাম্রাজ্যবাদীদের চোখে মুখে ধূলা দিয়েছে পরাজিত কষ্টে সাহস পেয়ে দৃষ্টিকোণের সীমানা ছাড়িয়েছে শুধু আকাশ সমান স্বপ্ন আর চলমান মনবলে এগিয়েছে; বিস্মৃত করে পুরনো দিনের ভুল রঙে অঙ্কিত রংধনু আবার পাবে ধ্রুব তারার দেখা,অপেক্ষায় মেওয়া ফলের সুযোগটাতো দিতে হবে। এতো ব্যস্ত কেন তুমি, কি হয়েছে আদিকালে? কি এমন হারিয়েছো শোকানলে আমার কাছে বৃষ্টি আছে ধুয়ে দিতে পারি তবে মুছে নিতে হবে তোমাকে। কি অবাক তোমার চোখ উষ্ণতা শিশিরাংকে পৌঁছার আগেই অশ্রু ঝরে। ধৈর্য ধর হে, শুধু একবার চোখ খোলে দেখো তোমার পাশে কে। [রাসেল হোসেন, ১৫/১১/১৩]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.