আমাদের কথা খুঁজে নিন

   

বাসে পেট্রোলবোমা: নাহিদের পর মারা গেলেন রবিনও

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিন মুন্সি নামর ওই গার্মেন্ট কর্মীর মৃত্যু হয়।
বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
রবিনের শরীরের ৫৯ শতাংশ পুড়ে গিয়েছিল।
রবিনের বাড়ি মাদারীপুরের শিবচরে। সাভারের রেডিও কলোনির একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
ফুফাতো ভাই নাহিদকে নিয়ে শীতের কাপড় কিনতে ঢাকায় এসেছিলেন রবিন।

বিরোধী দলের ৭১ ঘণ্টা অবরোধের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় হামলার শিকার হয় তাদের বহনকারী বাসটি।
অবরোধকারীদের পেট্রোল বোমায় বাসে আগুন ধরে গেলে ১৯ জন দগ্ধ হন, যাদের মধ্যে মাদারীপুরের স্কুলছাত্র নাহিদ মোড়ল  বৃহস্পতিবার রাতেই মারা যান।
বিরোধী দলের অবরোধের মধ্যে সারদেশেই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, চলে বোমা বিস্ফোরণও। রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগে তিন দিন আগে আহত এক টেম্পোচালক বুধবার মধ্যরাতে মারা যান। হাতবোমায় আহত এক নারীও ওই দিন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।


বুধবার চানখারপুলে হাতবোমায় নয়জন আহত হন, টিকাটুলিতে গাড়িতে ছোড়া বোমায় আহত হন এক বাসচালক।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।