আমাদের কথা খুঁজে নিন

   

কোন মিছিলে শরীক হবেন-জীবিত না মৃতের;সিদ্ধান্ত একান্তই আপনার!!

অনিশ্চয়তার পথে একাকী হেঁটে চলা

১৮ দলীয় জোটের নতুন কর্মসূচী শুরু হতে চলেছে কাল সকাল ৬ টা থেকে। টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচী। গত সপ্তাহের কর্মসূচীর ফলাফল এখনো দগদগে ঘা হয়ে জ্বলছে। মৃতের মিছিলে যোগ হয়েছে আরো ১৯ টি নাম। হ্যাঁ, এগুলো নামই বটে।

এদের পরিচয় কেউ মনে রাখেনা। আগামীকাল সকালে আমাকে কর্মস্থলের পথে নামতে হবে। আমার মত এরকম শত-সহস্র-লক্ষ মানুষ কাল ভোরে রাস্তায় নামবেন জীবিকার তাগিদে। এদের কেউ কেউ হয়ত ফিরবেন না নীড়ে!! জানিনা আগামীকালের পোড়া লাশটার নাম কি, কিন্তু সে আমাদেরই মধ্যে কেউ। ক্রমাগত বাড়তে থাকা মৃতের মিছিলে যোগ দিতেই কি তবে আমরা পথে নামি প্রতিদিন?? আর কত আওয়ামীলীগ-বি এন পি- জামাত-জাপা করে করে নিজেদের শেষ করবেন??হাসিনা-খালেদা-এরশাদ-নিজামী কেউই আপনার কথা ভাবেনা রে ভাই।

যার যার ধান্ধা তার তার কাছে। ক্ষমতার লোভে এই রাজনীতিবিদরা সব পশুতে পরিনত হয়েছে। এদের মানবজন্ম বহুকাল আগেই শেষ। তা নাহলে আজ এরা সহনসীলতা দেখাত। এতগুলো প্রানহানির পরও হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখার লোভ সামলাতে পারছেনা।

ক্ষমতার লোভে লালায়িত খালেদা তার নির্মম কর্মসূচী চালিয়েই যাচ্ছে। আর এরশাদ তো ভাগ বাগাতে ব্যস্ত। ১৯৯৬ ও ২০০৭ এর বি এন পির আচরনের সাথে আজকের আওয়ামীলীগের আচরনের কোনই পার্থক্য নাই, যেমনটা সেই সময়ে আওয়ামীলীগের সাথে বর্তমান বি এন পির আচরনেও নাই। তারা শুধু ক্ষমতার লোভে এতকিছুর পরও যার যার জায়গায় গোয়ার্তুমি করে যাচ্ছে। এরপরেও অন্ধভাবে এদের সমর্থন দিয়ে যাবেন??নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন এই মুহুর্তে আসলে আপনার আমার কি করনীয়?? এখনো সময় আছে।

পথে আমরা প্রতিদিনই নামি, নাও ফিরতে পারি- এই অনিশ্চয়তা নিয়েও নামি; শুধুমাত্র প্রিয়জনের মুখের দিকে তাকিয়ে। তাই আসুন এই পথে নামাটাকে অর্থপূর্ণ করে তুলি। আপনার আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার রাজনীতিবিদদের নাই। এই ক্ষমতালোভীদের বিরুদ্ধে সোচ্চার হই, নিজের জান-মাল রক্ষায় সোচ্চার হই। আমাদের ভবিষ্যতকে এভাবে নষ্ট হতে দিতে পারি না আমরা।

আগামী ৩ দিনের যেকোন একদিন এই পথে নামা কর্মসূচি পালন করতে পারি আমরা। আমি একজন বাংলাদেশী হিসেবে, সাধারন একজন নাগরিক হিসেবে, আমার সকল বাংলাদেশী ভাই-বোনকে এই কর্মসূচি নিয়ে একসাথে এগিয়ে আসতে দীপ্ত আহ্বান জানাচ্ছি। । কোন মিছিলে শরীক হবেন-জীবিত না মৃতের;সিদ্ধান্ত একান্তই আপনার!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।