আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দ মিছিলে যোগ দিন

সতর্ক করন " জামাত শিবির , যে কোন রকমের মৌলবাদী, ধর্ম ব্যাবসাই ও বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত সকল জানয়ারের প্রবেশ নিষেধ"

যাদের শাহবাগে এলার্জী আছে তারা ছাত্রলীগের সাথে আনন্দ মিছিলে যোগ দিবেন। যাদের লীগ, শাহবাগ দুটাতেই এলার্জী আছে, যারা মনে মনে রাজাকার ও জামাতবিরোধী, যারা একই সাথে রাজাকারের বিচারও চান আবার বিএনপিকে ভোটও দিতে চান তারা, "জাতীয়তাবাদী রাজাকারবিরোধী ছাত্রদল" ব্যনার নিয়ে রাস্তায় নামেন। সোজা কথা জামাত আর রাজাকারবিরোধী কেউ আজ ঘরে বসে থাকবেন না। ফাসির রায় কার্যকর হওয়ার সাথে সাথে জামাতিরা রাস্তায় নেমে পড়বে, আমাদেরও তখন রাস্তায় থাকতে হবে। মতভেদ আমাদের মাঝে আছে, আগামীতেও থাকবে।

কারন আমরা জামাতিদের মত ধর্মান্ধ না, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কথা বলি, সাইদির শেখানো বুলি আওড়াই না। তবে এই সময়ে সকল মতভেদ ভুলে যে যে প্লাটফর্মকে সুবিধাজনক মনে করেন সেই প্লাটফর্মের সাথে রাস্তায় নামুন। আমরা রাস্তায় থাকলে জামাতিরা নামতে সাহস পাবেনা। আমি আপাতত শাহবাগ যাচ্ছি, কারন শেখানে ইতিমধ্যে সবাই নেমেই আছে। যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আনন্দ মিছিল বের করেছে তাহলে তাদের সাথেও ঢুকে যেতে পারি।

ছাত্রদলের কোন অংশ যদি কাদের মোল্লার রায়ে খুশি হয়ে বেগম জিয়ার বিপক্ষে দাঁড়িয়ে মিছিল করতে পারে তবে তাদের সাথে যোগ দেব সবার আগে। অসুস্থ শরীর নিয়েই রাস্তায় নামছি, আপনারাও নেমে পড়ুন। রাস্তায় নামতে না পারলে ঘরে বসে ফেসবুকে আনন্দ প্রকাশ করুন। কিন্তু দোহাই লাগি আপনাদের, শাহবাগ, লীগ, বাম এসব তর্ক আপাতত কয়েকদিনের জন্য তুলে রাখুন। এখন সময় শুধু আনন্দ করার আর ঐক্য ধরে রাখার Najib Alam


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.