আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছাত্রের কিছু কথা

আমার ব্লগ বাড়ীতে স্বাগতম

অনুপস্থিতির জরিমানা ১ দিনের ৩০০ টাকা। আমার ৩ দিনের ৯০০ টাকা হইসে জরিমানা। জরিমানার টাকা না দিলে (এইচএসসি টেস্ট) পরীক্ষা দিতে দিবে না আমাদের কলেজ। প্রথম পরিক্ষার দিন পারমিশন নিয়ে পরিক্ষা দিসি। এই পারমিশন যে কিভাবে নিয়েছি আমিই জানি।

পরিক্ষা শুরু হবার দশ মিনিট পর হল থেকে বের করে দেয়া হয়। তারপর ভিপি স্যারের রুম কিছু হল না তারপর প্রিন্সিপাল স্যারের রুম এতেও হল না। এভাবে বিশ মিনিট এখান ওখান করে ২০ মিনিট পরে ভিপি স্যার পারমিশন দিল সেদিনের জন্য পরীক্ষা দিলাম। টাকা না দিলে নেক্সট দিন থেকে আর পরীক্ষা দিতে দিবে না। কিছু বলে লাভ নেই, কারন তারা হলেন শিক্ষক আর আমরা হলাম ছাত্র।

কিন্তু এই জরিমানার টাকা। বাসা থেকে দিবে না, এই টাকা আমার নিজেকেই দিতে হবে। কিন্তু আমি কিভাবে দিব, আমিতো আর টাকা উপার্জন করি না। আর টিফিন আর ভাড়ার জন্য যা দেয় তা দিয়ে মোটেই এই টাকা ম্যানাজ করা সম্ভব নয়। এখন এরপর কি করব বুঝতে পারছি না।

আমি আসলেই বুঝতে পারছি না। সেদিন আমার সাথে আরো ত্রিশ জনের মত ছিল যাদের জরিমানা না দেয়ায় পারমিশন ছিল না, তাদের মদ্ধে কেউ কেউ জরিমানার টাকা দিয়ে দিয়েছে সেদিন কিন্তু আমরা কি করব যারা এই টাকা দিতে পারব না। মনের মদ্ধে শুধু এই প্রশ্নটা জাগে যে, এরাই কি শিক্ষক যে ছাত্রদেরকে জরিমানার টাকা না দেয়ায় পরীক্ষা দিতে না দিয়ে পরীক্ষা শুরু হবার পর হল থেকে বের করে দেয়। কিন্তু তাদেরকে এসব বলবার সাহস ও যোগ্যতা আমাদের নেই কারন তারা হলেন শিক্ষক আর আমরা হলাম ছাত্র। আসলেই তারা হলেন শিক্ষক আর আমরা হলাম ছাত্র।

নোট: এটি সত্যি ঘটনা। আর আমরা হয়ত আসলেই আমাদের টেস্ট পরীক্ষা দিতে পারব না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.