আমাদের কথা খুঁজে নিন

   

কোনটি বড় ধর্ম? ধর্মীয় মুল্যবোধের বিকাশের চেস্টাও এক প্রকারের রাজনীতি হয়ে যায় যদি সেখানে মানবিক মূল্যবোধের বিকাশ অনুপস্থিত থাকে।

দেশের জন্য উজাড় করা ভালবাসা

ধর্মের মুলেই রয়েছে মানবিক মূল্যবোধের বিকাশ অর্থাৎ মানুষ হিসাবে দাবী করার জন্য যে গুণগুলো থাকা দরকার তার শিক্ষা আমরা ধর্মের ধারন এবং পালনের মধ্যে পাই। আমরা যত ভাবেই ব্যাখ্যা করিনা কেন ধর্মের অনুসারী যদি স্বীয় ধর্ম বুঝে পালন করেন, তাহলে তার মধ্যে মানবিক বিষয়গুলোর বহিঃপ্রকাশ ঘঠবেই। সমস্যা হয় তখনই যখন অন্য কোন মূল্যবোধ ধর্মের জায়গা দখল করছে। বাংলাদেশে এখন আমরা আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কিংবা অন্য কোন ধর্মের নামে নিজেদের প্রকাশে খুবই লজ্জা বোধ করি, কথায় কথায় মানুষ হওয়ার প্রণোদনা খুঁজি আর সেই জন্য ধর্মের জায়গা দখল করে তৈরী হয়েছে আরেকটি নতুন ধর্ম। এই ধর্মের নাম রাজনীতি যা আমদের মানুষ না বানিয়ে বানাচ্ছে হিংস্র জানোয়ারের চাইতে অধম কোন প্রাণীতে।

সন্তান জন্ম নেওয়ার পর যেমনি আছে ধর্মীয় রীতিনীতি অনুসরণের চেষ্টা, তার চাইতে বেশী চেষ্টা পরের সময় গুলোতে সন্তানের মুক্ত চিন্তা ছিনিয়ে নেওয়ার। সন্তানের জ্ঞ্যান অর্জনের পথকে অবারিত না করে, সুযোগ সুবিধা প্রদান না করেই আমাদের পরিবারগুলোতে সন্তানের রাজনৈতিক আদর্শ ঠিক করে দেওয়ার আপ্রাণ চেষ্টা পরিলক্ষিত হয়। ফলে সাত বছরের বাচ্চাও যত বেশী না মানবিক গুণ অর্জন করে তার চাইতে বেশী কু-রাজনৈতিক গুণ অর্জন করে। আমরা পরিচিত হয় নতুন কিছু নামে যেমন- লীগ, দল, জাতীয়, জামায়াত, ডান বা বাম পরিবার হিসাবে। এই পরিচয় এখন এত বেশী প্রবল, এক পরিচয় আরেক পরিচয়ের মানুষকে আর মানুষই মনে করছে না।

অন্যদিকে ধর্ম অনুসারীরা এক ধর্মের বিকাশের জন্য অন্য ধর্মের উপস্থিতিকে স্বীকার করে নেয় এবং আদর্শিক প্রচারণার প্রচেষ্টা অব্যাহত রাখে। যেমন ধর্মীয় আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা হয় না কে কোন ধর্মের, অন্নের সংস্থান করা হয় সবার জন্য। গুরুদুয়ারার মত শিখ টেম্পলগুলো কিংবা মসজীদ, মন্দিরের সামনে যখন খাবার, অর্থ, পোশাক বিতরণ করা হয়, তখন দেখা হয় না কোন ধর্মের লোক সেখানে উপস্থিত হয়েছে। ধর্মীয় মুল্যবোধের বিকাশের চেস্টাও এক প্রকারের রাজনীতি হয়ে যায় যদি সেখানে মানবিক মূল্যবোধের বিকাশ অনুপস্থিত থাকে। তাই আজ প্রশ্ন দেখা দিয়েছে কোনটি বড় ধর্ম? মানবিক গুণের বিকাশ না রাজনৈতিক আদর্শের বিকাশ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.