আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন

আন্তর্জাতিক তো দূরের কথা। ব্যাডমিন্টন লোকাল আসরও তেমনভাবে চোখে পড়ে না। এ নিয়ে ফেডারেশনের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনাও কম হয় না। যাক শেষ পর্যন্ত ফেডারেশন গা ঝাড়া দিয়ে উঠেছে। অনেকদিন পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

আগামীকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। পৃষ্ঠপোষকতা করাতে টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ইউনেস্ক সানরাইজ বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, নেপাল, চাইনিজ তাইপে, মালদ্বীপ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে পুরুষ ৭০ ও মহিলা প্রতিযোগীর সংখ্যা হচ্ছে ২২ জন। বাংলাদেশের ১৬ জন পুরুষ ও ৪ জন মহিলা প্রতিযোগী অংশ নেবেন।

ফেডারেশন সাধারণ সম্পাদক জানান, বিগত কমিটি দায়িত্ব থাকা অবস্থায় ২০১১ সালে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করলেও এবারের মতো জাঁকজমক আসর কখনো হয়নি। তিনি বলেন, আমাদের কমিটমেন্ট ছিল বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট করার। সেটা আমরা রক্ষা করতে চলেছি।

টুর্নামেন্ট উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে পুরো প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে ৩১ লাখ ৪২ হাজার টাকা। তবে স্পন্সর কোম্পানি শুধু প্রাইজমানির ১৫ হাজার ডলার দেবে বলে সাধারণ সম্পাদক জানান।

কো-স্পন্সরের দায়িত্ব পালন করবে এঙ্মি ব্যাংক, কিউবি, একমি, পিনেটা এয়ারইন্টারন্যাশনাল ও এরো স্পিড ইন্টার ন্যাশনাল। বেভারেজ পার্টনার পেপসি ও পানি সরবরাহের দায়িত্ব নিয়েছে ডাকোন ইন্টারন্যাশনাল। এটিএন বাংলা ও রেডিও টুডে মিডিয়া পার্টনারের দায়িত্ব নিয়েছে। সাধারণ সম্পাদক জানান, বিশ্ব ব্যাডমিন্টনে রাজত্ব এশিয়ারই। সে কারণে টুর্নামেন্টে ভালো মানের প্রতিযোগী অংশ নেবেন।

বিশেষ করে গত লন্ডন অলিম্পিকে পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে উঠা শ্রীলঙ্কা বিনুকা ও প্রি-কোয়ার্টার খেলা চাইনিজ তাইপের খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টের আকর্ষণ বাড়াবে। ভারতের টপ র্যাঙ্কিংয়ে থাকা অভিজিতেরও অংশ নেওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে দলগত ইভেন্ট থাকছে না। পুরুষ একক, দ্বৈত, মহিলা, মহিলা একক, দ্বৈত ও সিঙ্ড ডাবলসের ইভেন্ট অনুষ্ঠিত হবে।

 

 




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।