আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান সিটি ও চেলসির সহজ জয়

ম্যান সিটি ৩-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে। আর সাউথহ্যাম্পটনের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে চেলসি।
লিভারপুলের হারের কারণে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে চেলসি ও ম্যান সিটির। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি। তৃতীয় স্থানে উঠে আসা ম্যান সিটির পয়েন্ট ২৫।


চতুর্থ থেকে দশম স্থানে আছে লিভারপুল (২৪ পয়েন্ট), এভারটন (২৪), নিউক্যাসল ইউনাইটেড (২৩), সাউথহ্যাম্পটন (২২), ম্যান ইউ (২২), টটেনহ্যাম (২১) ও হাল সিটি (১৭)।
৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তবে মাত্র ১৩ রাউন্ড শেষ হওয়ায় শিরোপার পথ এখনো বহু দূর।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দুই গোল করে ম্যান সিটির সহজ জয়ে সবচেয়ে বড় অবদান ফরাসি মিডফিল্ডার সামির নাসরির।
অষ্টম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে প্রথম গোলটি অবশ্য স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো নেগ্রেদোর।


৫৮ মিনিটে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাসরি।
৭৭ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো জাবালেতার পাস থেকে নাসরির দ্বিতীয় গোলে সহজ জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিক দলের।
আরেক স্বাগতিক চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে। ১৩ সেকেন্ডে ঘানার মিডফিল্ডার মাইকেল এসিয়েনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সাউথহ্যাম্পটনকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড জে রড্রিগেজ।
প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি চেলসি।

তবে দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের ব্যবধানে (৫৫ ও ৬২ মিনিট) গোল করে জোসে মরিনিয়োর দলকে এগিয়ে দেন দুই ডিফেন্ডার গ্যারি কাহিল ও জন টেরি।
শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের পাস থেকে স্বাগতিকদের তৃতীয় ও শেষ গোলটি করেন সেনেগালের স্ট্রাইকার ডেম্বা বা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.