আমাদের কথা খুঁজে নিন

   

আগুনের যন্ত্রণায় ছটফট করছেন অন্তঃসত্ত্বা শিরিনা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণাকাতর মানুষের ভিড়ে যোগ হয়েছেন আরও একজন। তিনি শিরিনা আক্তার, ছয় মাসের অন্তঃসত্ত্বা।

অবরোধের সমর্থনে আজ সোমবার সকাল আটটার দিকে ঢাকার পার্শ্ববর্তী ডেমরাসংলগ্ন তারাব বাজার এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। সেই আগুনে দগ্ধ হন পোশাককর্মী শিরিনা আক্তার।

বার্ন ইউনিটের চিকিত্সকেরা জানিয়েছেন, শিরিনার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।

সেই পুড়ে যাওয়া অংশের মধ্যে আছে অনাগত সন্তানকে গত ছয় মাস ধরে অতি যত্ন ধারণ করা পেট।

হাসপাতালে শিরিনার স্বামী মোহাম্মদ শাহীন জানালেন, শিরিনা নারায়ণগঞ্জের কাঁচপুরের সিনহা গার্মেন্টসে কাজ করেন। তাঁরা ডেমরার বড়বাংলা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন। দেড় বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। প্রতিদিনের মতো শিরিনা আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাসে করে রওনা হন।

তারাব এলাকায় অবরোধকারীরা আগুন দিলে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বাসে আটকা পড়ে দগ্ধ হন। স্ত্রী আর অনাগত সন্তানের কপালে কী আছে, তা নিয়ে অনিশ্চিত চাহনিতে বসে ছিলেন শাহীন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।