আমাদের কথা খুঁজে নিন

   

সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মজীনা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ মঙ্গলবার বেলা একটার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মজীনা এ কথা বলেন।
সচিবালয়ে আজ নির্বাচনকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন মজীনা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি চলমান সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুই দলের মধ্যে সংলাপের ওপরও জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।


এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘একটা স্থায়ী সমাধান কীভাবে করা যায়, এ জন্য আমরা আলোচনা করেছি। আমরা এখনো মনে করি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করা দরকার। এখনো কিছু সময় আছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে অর্থবহ নির্বাচনের পথ বের করা যায়। ’
পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ নির্বাচনকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে ড্যান মজীনার বৈঠক করার কথা।


 

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.