আমাদের কথা খুঁজে নিন

   

ওদের পাশে থাকতে হবে

এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তানের কাছে টাইগারদের আত্দসমর্পণ দেশের ১৬ কোটি মানুষকে হতাশ করেছে। সন্দেহ নেই ক্রিকেট এক অনিশ্চয়তার খেলা। যে কোনো দল যে কোনো সময় যেমন জ্বলে উঠতে পারে তেমনি নিষ্প্রভ হয়ে যেতে পারে শক্তিমান দলও। এশিয়া কাপের আগে থেকেই দুঃসময় চলছিল বাংলাদেশ দলের। সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সেরা বোলার মাশরাফি বিন মোর্তুজা চোটের জন্য রয়ে গেছেন সাইড বেঞ্চিতে। অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দেশের একমাত্র বিশ্বমানের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে হতাশার ষোলকলা পূরণে সাহায্য করেন। সম্ভাবনাময় সোহাগ গাজীর ইনজুরিও বাংলাদেশ দলকে অসহায় অবস্থায় ফেলেছে। অধিনায়ক মুশফিকুর রহীম গত পরশু ম্যাচের দিনে খেলতে পারবেন কিনা সন্দেহ ছিল। ফিটনেস টেস্টে উতরে গেলেও তার খেলায় আসল মুশফিকুর রহীমকে যে পাওয়া যায়নি তা অনেকেরই চোখে পড়েছে। নড়বলে দল নিয়েও টাইগাররা আফগানিস্তানের মোকাবিলা করছিল সহজভাবে। কিন্তু শেষ দিকে আফগানিস্তানের ব্যাটসম্যানরা যেভাবে বাংলাদেশি বোলারদের নাস্তানাবুদ করেছে তাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করা যায়। এশিয়া কাপ ক্রিকেটের ষষ্ঠ উইকেট জুটিতে জয়সুরিয়া ও তিলকরত্নের রেকর্ডও ভেঙে ফেলে তারা। বাংলাদেশের বিপরীতে আফগানিস্তানের ২৫৫ রান খুব বড় সংগ্রহ নয়। কিন্তু শুরুতেই ১ রানে দুজন ব্যাটসম্যানের বিদায় বাংলাদেশকে চাপের মুখে ফেলে। সেই চাপ থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারেনি। ফলে শেষ হয়ে যায় বাংলাদেশের সব স্বপ্ন। তার বদলে যে দুঃস্বপ্ন থাবা বিস্তার করেছে তা হয়তো টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তাড়া করবে। কারণ টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানকেই প্রথম খেলায় মোকাবিলা করবে বাংলাদেশ। প্রথম খেলায় ভারতের কাছে পরাজয়ের পর আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার টাইগারদের সুনামকে জিম্মি করলেও স্বীকার করতেই হবে এরই নাম ক্রিকেট। আমরা আশা করব, আফগানিস্তানের কাছে হারকে শিক্ষা হিসেবে নেবেন টাইগাররা। টি-২০ বিশ্বকাপে ভালো কিছু করার মাধ্যমে তারা তাদের সত্যিকারের সাফল্য তুলে ধরবেন। আমরা মনে করি, জয়ের সময়ের মতো এই দুঃসময়েও সারা জাতিকে টাইগারদের পাশে থাকতে হবে। পরাজয়ের ক্ষত দ্রুত নিরাময়ে সারা জাতির পাশে থাকাটি খুবই জরুরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.