আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষা এক ভেজা বর্ষার (( কবিতা ))



প্রতীক্ষা কোন এক স্নাত সন্ধ্যার, চুপটি করে লুকিয়ে দুটি চোখ বুজবার, যত সব মায়া-বন্ধন আর বন্ধুত্ব, সব করে একাকী, সব মুছে ফেলবার, অপেক্ষা এক ভেজা বর্ষার । দমিত সব কষ্ট আর চাপা পড়া হাহাকার, ফেলে সব পিছু দু পা বাড়াবার, ইচ্ছে শুধু অসীমের তরে বহুপথ দূরে, নির্জনে কোন অদূরের গহীনে হারাবার, অপেক্ষা এক ভেজা বর্ষার । প্রতীক্ষা স্ফুটিত কোন প্রভাতের ফুল অথবা শুভ্র শুন্যতার, ছেলে খেলার চরুই-ভাতি আর তোমার ফিরে চাইবার, হিমেল বাতাসের সেই হাত ধরে হাঁটা, বৃষ্টি মায়া গান, নিস্তব্ধ আজ হতাশার, অপেক্ষা এক ভেজা বর্ষার । সুরগুলো সব একাকিত্ত আর নীরব কান্নার, জীবনের মিছে পিছুটান বৃথার বেঁচে থাকবার, ডানা ভাঙ্গা পাখিটির রূপে বিশালের বুকে, পাখা মেলে, কোন অজানায় উড়বার, অপেক্ষা এক ভেজা বর্ষার । প্রতীক্ষা কোন সমাপ্তির কোন শেষ সীমানার, আবদ্ধ যত অশ্রু আর বিষাদ লুকাবার, অগোচরেই থেকে অপ্রাপ্তির মৃদু হেসে, কোন অন্তর্ধান, নিঃশেষ এই ভালবাসার, অপেক্ষা এক ভেজা বর্ষার . . . . . . অনেক পুরোনো একটা লেখা । ফেসবুকে অনেক বারই প্রকাশ করা হয়েছে । এমন কি এটা বিনা অনুমতিতে দেদারসে কপি পেষ্ট করে গেছে কপি পেষ্ট বাহিনি । যা হউক , কেমন লাগলো জানাবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.