আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে নিম্নবিত্ত মানুষের দুর্বিষহ জীবন

চলমান অবরোধ আর হরতালে দুর্বিষহ জীবনযাপন করছে সিলেটের নিম্নবিত্ত মানুষ। কাজ না পেয়ে অনাহারে-অর্ধাহারে কাটছে তাদের দিন। সংসার চালাতে অনেকে চড়া সুদে ঋণ নিয়েছে মহাজনের কাছ থেকে। কিন্তু লাগাতার রাজনৈতিক কর্মসূচির কারণে মহাজনের ঋণ পরিশোধ করতে না পেরে বস্তি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে তারা। সিলেট নগরীর কয়েকটি বস্তি ঘুরে এমন চিত্র দেখা গেছে। সিলেট নগরীর বিভিন্ন বস্তিতে প্রায় এক লাখ মানুষের বসবাস। এসব বস্তিবাসীর বেশির ভাগই দিনমজুর। নভেম্বরের শুরু থেকে ৭ দিন হরতাল ও ৯ দিন অবরোধের কারণে কর্মহীন হয়ে পড়েছে এসব বস্তিবাসী দিনমজুর। আগে যেখানে শ্রমিকদের দিনপ্রতি মজুরি ছিল ৩০০ টাকা, এখন ২০০ টাকায়ও কাজ জোটাতে পারছে না তারা। সিলেট নগরীর শ্রমহাট হিসেবে পরিচিত আম্বরখানা, মদিনা মার্কেট, কাজল শাহ্, বন্দর বাজার ও শিবগঞ্জ ঘুরে দেখা গেছে ভোর থেকে দুপুর পর্যন্ত নারী-পুরুষ শ্রমিকরা বসে আছে কাজের আশায়। কিন্তু কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। আম্বরখানায় কাজের অপেক্ষায় থাকা আবদুর রশীদ জানান, তিন দিন ধরে তিনি কাজ না পেয়ে খালি হাতে বাসায় ফিরছেন। এ কয় দিন পাড়ার দোকান থেকে বাকিতে সওদাপাতি নিয়ে চলেছেন। এখন দোকানদারও আর বাকি দেবে না। তাই পাঁচ সদস্যের পরিবার নিয়ে চোখে অন্ধকার দেখছেন। অন্যদিকে, হরতাল-অবরোধে কর্মহীন হয়ে পড়া দিনমজুররা ঘরভাড়া ও দৈনন্দিন খরচ মেটাতে চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ এনে পড়েছে বিপাকে। কাজ না পাওয়ায় সুদ-আসল কোনোটাই পরিশোধ করতে না পারায় খেপেছে মহাজনরা। তারা সুদে-আসলে টাকা পরিশোধের জন্য প্রতিদিন চাপ দিয়ে যাচ্ছে। এ অবস্থায় অনেকেই টাকা পরিশোধ করতে না পেরে মহাজনের হুমকি-ধমকিতে বস্তি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.