আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফ জওয়ান বরখাস্ত তদন্ত কমিটি গঠন

বাংলাদেশি এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪০ নম্বর ব্যাটালিয়নের জওয়ান সুরজিত দেবভার্মাকে বরখাস্ত করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। ওই ঘটনার কারণ অনুসন্ধানে বিএসএফের তরফে একটি তদন্ত কমিটি (কোর্ট অব এনকোয়ারি) গঠন করা হয়েছে। বিএসএফের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করা হয় বিএসএফের তরফে। ১০ জুলাই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে ওই বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। এরপর গত শুক্রবারই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার ও নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে ওই ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি দেয় পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন 'মানবাধিকার সুরক্ষা মঞ্চ' (মাসুম)। এর এক দিন পরই বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, দেশের আইনের ওপর সবার আস্থা রাখা উচিত। একই সঙ্গে উত্তর চবি্বশ পরগনা জেলার পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসাও ঠিক নয় বলে জানানো হয়। বিএসএফ জানায়, ১০ জুলাই মহিলার অভিযোগের ভিত্তিতেই বরখাস্ত করা হয় অভিযুক্ত জওয়ানকে। এরপর গাইঘাটা পুলিশ থানায় একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়। বিএসএফের তরফে জানানো হয়, বিষয়টি এখন তদন্তসাপেক্ষ। আলাদা করে বিএসএফও কোর্ট অব এনকোয়ারি গঠন করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.