আমাদের কথা খুঁজে নিন

   

টানা কর্মবিরতিতে মজুদ শূন্য নিয়োগ হচ্ছে ন

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও স্থায়ী নিয়োগসহ পাঁচ দফা দাবিতে মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিক ধর্মঘট ২১ দিন ধরে অব্যাহত রয়েছে। আংশিক দাবি মেনে নেওয়ার আশ্বাস ও বেতন বৃদ্ধির প্রস্তাব দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে রয়েছে অনড় অবস্থানে। টানা কর্মবিরতির ফলে খনির পাথর উত্তোলন বন্ধ ও মজুদ শূন্য হয়ে পড়ায় এরই মধ্যে ক্ষতি ৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কালকের মধ্যে খনি কর্তৃপক্ষের প্রস্তাব মেনে না নিলে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) নতুন করে শ্রমিক নিয়োগ দিয়ে কাজ শুরু করবে বলে জানা গেছে। শ্রমিক পুনর্বহাল, স্থায়ী নিয়োগ, সরকার ঘোষিত ২০ ভাগ মহার্ঘ্যভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে ব্লু স্টার কোম্পানির মাধ্যমে নিয়োজিত খনির ৩০৮ জন শ্রমিক ২৫ নভেম্বর থেকে ধর্মঘট পালন করছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, পেট্রোবাংলার অন্য কোম্পানির শ্রমিকরা মহার্ঘ্যভাতা পেলে এখানকার শ্রমিকদেরও দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের পাঁচ দফার তিনটি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর পরও তারা কাজে যোগ না দিয়ে চাকরিচ্যুত পাঁচ শ্রমিককে পুনর্বহাল ও স্থায়ী নিয়োগের দাবিতে অনড় রয়েছে। এ অবস্থায় খনির নতুন ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া কোম্পানি জিটিসি ১৮ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের মতামত জানতে চেয়েছে। শ্রমিকরা এ প্রস্তাবে রাজি না হলে জিটিসি নতুন করে শ্রমিক নিয়োগ দিয়ে কাজ শুরুর চিন্তা করবে। বিষয়টি আগের শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান ব্লু স্টার কোম্পানিকেও জানানো হয়েছে। ১ জানুয়ারি জিটিসির উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। খনির ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'চাকরিচ্যুত শ্রমিকদের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ মুহূর্তে তাদের পুনর্বহাল করা সম্ভব নয়। খনিতে বর্তমানে বিক্রি করার মতো পাথর না থাকায় ক্রেতা ফেরত যাচ্ছে। ২১ দিন ধরে পাথর উত্তোলন বন্ধ থাকায় ৩ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি জানান, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও স্থায়ী নিয়োগের বিষয়টি মেনে না নেওয়ায় তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.