আমাদের কথা খুঁজে নিন

   

কোন কোডিং ছাড়া নিজেই তৈরি করুন bit.ly/goo.gl এর মত ইউআরএল শর্টনার ওয়েবসাইট

লিঙ্ক সংক্ষিপ্তকরণের মাধ্যমে অনেক বড় লিঙ্ককে ছোট করা হয়। যেমনঃ goo.gl, bit.ly, su.pr, adf.ly ইত্যাদি। আজকের টিউটোরিয়ালে দেখাব কিভাবে নিজের একটি ইউআরএল শর্টনার সাইট তৈরি করা যায়।

এরকম একটি সাইট তৈরি করার জন্য আমরা একটা পিএইচপি স্ক্রিপ্ট ব্যবহার করব। চলুন এই স্ক্রিপ্টের সুবিধাগুলো দেখে আসি।



সুবিধাঃ

১. খুব সহজেই ইন্সটল করা যায়। যদি আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে কোন সমস্যা না হয় তবে এই স্ক্রিপ্ট ইন্সটল করতেও কোন সমস্যা হবে না।

২. আপনি আপনার মনের মত লিঙ্ক কাস্টোমাইজ করে নিতে পারবেন।

৩. অ্যাডমিন পেজ থেকে আপনি ক্লিক সংখ্যা, আইপিসহ আরও অন্যান্য জিনিস জানতে পারবেন।

৪. প্রাইভেট লিঙ্ক ও পাবলিক লিঙ্কের সুবিধা পাবেন।




যা প্রয়োজনঃ

১. সর্বপ্রথম একটি ডোমেইন লাগবে। ডোমেইন নেম যতটুকু সম্ভব সংক্ষিপ্ত নেওয়া ভালো। ডোমেইন রেজিস্ট্রেশান করতে এই লিঙ্কে যান।

২. ডোমেইন নেওয়া হয়ে গেলে এবার ভালো একটা হোস্টিং সার্ভার বাছাই করে নিতে হবে। প্রিমিয়াম হোস্টিং এর ফিচার এবং প্রাইস চার্ট দেখুন




কিভাবে কি?

১. প্রথমে গিটহাব থেকে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিন।

২. সার্ভারে ফাইলটি আপলোড করুন এবং আনজিপ করুন।

৩. user ফোল্ডারে প্রবেশ করুন এবং config-sample.php নামের ফাইলটি রিনেম করে config.php করে নিন।

৪. যেকোন এডিটর দিয়ে config.php ফাইলটি ওপেন করুন। কিছু ইনফর্মেশন লাগবে।

এর জন্য সিপ্যানেলে গিয়ে নতুন একটি ডাটাবেস ও ইউজার তৈরি করতে হবে। পরে উক্ত ডাটাবেসে ইউজারের ফুল পারমিশন গ্রান্টেড করে দিতে হবে।



৫. উপরের ছবিটির মত ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম দিতে হবে। ৩২ নাম্বার লাইন থেকে অবশ্যই সাইটের ঠিকানা পরিবর্তন করে দিতে হবে, নতুবা কাজ করবে না।

৬. সবকিছু ঠিকঠাক মত করার পর ব্রাউজারের অ্যাড্রেসবারে আপনার সাইটের নাম লিখে /admin লিখুন।

পুরো লিঙ্কটি এরকম হবে। http://your-site-name.com/admin

৭. কোন এরর না থাকলে নিচের মত একটি পেজ আসবে।



৮. Install URLS বাটনে ক্লিক করুন। আপনার সব ইনফর্মেশন সঠিক হলে নিচের মত দেখাবে।



৯. ব্যস।

এবার দেখুন রুট ফোল্ডারে sample-public-front-page.txt নামে একটি ফাইল আছে। ফাইলটির নাম পরিবর্তন করে sample-public-front-page.php এই নাম দিন।

১০. এবার সাইটে গিয়ে দেখুন সব কিছু সেট হয়ে গেছে। আপনার পছন্দের ইন্টারফেসের জন্য নিজেই কিছু কোডিং করে নিতে পারেন অথবা যা আছে তাই রাখতে পারেন।


টিউটোরিয়ালের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবেন।



tutorial by Blue Jhon

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.