আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী চ্যানেল গুলো কেন হিন্দি চ্যানেল এর সাথে পেরে উঠছে না?

নতজানু হয়ে বেঁচে থাকার চেয়ে , দাঁড়িয়ে মৃত্যু বরণ করা অনেক ভালো । বাংলাদেশী চ্যানেল গুলো কেন হিন্দি চ্যানেল এর সাথে পেরে উঠছে না? আমাদের ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, ভালো পরিচালক আছেন, ভালো প্রযোজক আছেন , টাকাওয়ালা স্পন্সরও আছেন। কিন্তু তারপরও আমরা হিন্দি চ্যানেল গুলোর সাথে পেরে উঠছি না কেন ? কারন শুধু একটাই --- হিন্দি চ্যানেল গুলা দেখুন ----- প্রতিটি চ্যানেল নির্দিষ্ট কিছু টপিক নির্ভর । তারা আমাদের চ্যানেল গুলার মত অলরাউন্ডার হতে চায় না। হিন্দি আগ্রাসন রুখতে হলে আমাদের আলাদা আলাদা বিষয়ের উপর চ্যানেল খুলতে হবে --- মিউজিকের জন্য আলাদা মিউজিক চ্যানেল , নাটকের জন্য আলাদা চ্যানেল ,খবরের জন্য আলাদা চ্যানেল , মুভিজের আলাদা চ্যানেল ।

বাচছাদের বিনোদনের জন্য আলাদা কার্টুন চ্যানেল যেখানে জনপ্রিয় কার্টুন গুলা বাংলাতে ডাবিং করে দেখাবে । জনগণ যখন যেটা চাইবে দেখতে পারবে । দোষ আসলে আমাদের চ্যানেল মালিকদের ,তারা সব কিছু একসাথে জনগণকে গেলাতে চান । যদিও এখন এই রকম টপিক ভিত্তিক চ্যানেল বাংলাদেশর মিডিয়া বাজারে আসতেছে, কিন্তু তারপরও সঠিক পরিকল্পনা এর অভাবে এই গুলা বাজার ধরতে পারছে। চ্যানেল মালিকরা চাইলে সহজেই বিদেশি চ্যানেল এর বাংলাদেশী স্বত্ত কিনতে পারেন ( চ্যানেল খুলতে তারা কম টাকা খরচ করেন না ) , যার মাধ্যমে বিদেশি প্রোগ্রাম বাংলায় ডাবিং করে আমাদের উপযোগী করে দেখাতে পারি ।

কেউ কি এভাবে ভাবে? #লেখাটি প্রথম ব্লগার ধীমান অনাদি এর একটি পোস্টে কমেন্ট হিসেবে লিখেছিলাম # ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.