আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচটি গ্রহের আবহাওয়ায় জলের সন্ধান পেল নাসা

ভিনগ্রহীদের অস্তিত্বের সম্ভাবনাকে ফের আলোচনায় আনল নাসা।  সৌরজগতের বাইরে অন্তত পাঁচটি গ্রহের আবহাওয়ায় জলের অস্তিত্ব লক্ষ্য করেছে তারা বলে নাসা জানিয়েছে। এর আগেও সৌরজগতের বাইরে বেশ কিছু গ্রহে জলের অস্তিত্ব জানা গিয়েছিল। তবে নাসা জানিয়েছে, এবারের আবিষ্কার স্বতন্ত্র, কেন না এই প্রথম গ্রহগুলির আবহাওয়ায় থাকা জলের পরিমানের একটা প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

পাঁচটি গ্রহের নাম- ডব্লুএএসপি ১২বি, ডব্লুএএসপি ১৭বি, ডব্লুএএসপি ১৯বি,  এইচডি২০৯৪৫৮বি এবং এক্সও ১বি।

 হাবল টেলিস্কোপের সাহায্যে গ্রহগুলির সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। হাবলের সাহায্যেই গ্রহগুলির আবহাওয়া সম্পর্কে গবেষণা করেছেন তাঁরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পাঁচটি গ্রহে প্রত্যেকটিতে জলের উপস্থিতি ও প্রভাব আলাদা আলাদা। যেমন ডব্লুএএসপি ১৭বি গ্রহটির আবহাওয়া স্যাঁতস্যাঁতে এবং সামান্য স্ফীত।   এইচডি২০৯৪৫৮বি গ্রহটি থেকে আবার জলের ভাল পরিমাণ উপস্থিতির সঙ্কেত মিলেছে।

বাকি তিন গ্রহের আবহাওয়ায় জলের উপস্হিতি অনেকটা একইধরনের।

নাসার মতে জলের অস্তিত্ব রয়েছে মানেই অক্সিজেনের উপস্থিতিও রয়েছে। আর এই দুই উপাদানই প্রাণ সৃষ্টির অনুকূল। এই গবেষণা মহাকাশ বিজ্ঞানের আরও একটি নতুন দিক খুলে দিয়েছে বলেও জানিয়েছে নাসা।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।