আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানের মতো পরিস্থিতি সরকারের তৈরি: সালাহউদ্দিন

বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় আগামী শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণার পর বিকালে আরেকটি ভিডিও টেপ পাঠান বিএনপির এই যুগ্মমহাসচিব।
তিনি বলেন, “এই অবৈধ সরকার দেশে বর্তমানে আফগানিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলন করার বা উন্মুক্ত পরিবেশে দলের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার মতো কোনো নিরাপদ জায়গাও অবশিষ্ট রাখেনি এই ফ্যাসিস্ট সরকার।
“জনগণের সাংবিধানিক অধিকার হরণ করে রাখায় বাধ্য হয়েই আমরা ভিডিও বার্তার মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। ”
দলীয় কার্যালয় থেকে যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর মুখপাত্রের দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন।

  তিনি কার্যালয়ে না থেকে অজ্ঞাত স্থান থেকে দায়িত্ব পালন করছেন।
হরতালের মামলায় মওদুদ আহমেদসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারের পর অবরোধের মামলা মাথায় নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা। এর মধ্যে সাদেক হোসেন খোকা বুধবার আটক হয়েছেন।
সালাহউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ভিডিও টেপের মাধ্যমে আন্দোলন করছি। সভা, সমাবেশ, মিছিল, মিটিংয়ের অধিকার হরণ করে, কথা বলার অধিকার কেড়ে নিয়ে তিনি ক্ষমতার দম্ভ করছেন।


“আমরা অনেকবার বলেছি-সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা রুদ্ধ হয়ে গেলে অনিয়মতান্ত্রিক উগ্র পন্থা উৎসাহিত হয়। এর ফলে গণতন্ত্র ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। দেশে সেই রকম পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে। ”
নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সরকারকে সমঝোতায় আসার আহ্বান জানান বিএনপি নেতা।
ফাইল ছবি “আমরা এখনো আশা করি, সরকার শান্তির পথে এগুবে।

নির্দলীয় সরকারের দাবি মেনে নেবে। নির্বাচনী তফসিল বাতিলের ব্যবস্থা নেবে। ”
ফাইল ছবি
সেই সঙ্গে ক্ষমতাসীনদের হুঁশিয়ার করে তিনি বলেন, “নইলে রাজপথে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই গণতন্ত্রপ্রেমী জনগণ স্বৈরাচারী সরকারের স্বপ্নসাধ চুরমার করে দেবে। ”
সালাহউদ্দিন জানান, ছয় দিনের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার বিরোধী দলের একজন নিহত এবং ২১২ জন গুলিবিদ্ধসহ সাড়ে চার শতাধিক আহত  হয়েছে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ৩৯৩ জনকে।


শনিবার সকাল থেকে অবরোধ সফল করার জন্য সারাদেশের নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, নির্বাচন প্রতিরোধ এবং সংগঠনের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ নেতাদের মুক্তির দাবি শুক্রবার সারাদেশে লাঠি মিছিল করবে তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.