আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানের বিপক্ষে অনিশ্চিত মুশফিক!

দলের ভেতর-বাইরের চাপকে বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে করেছেন সেঞ্চুরি। তবে দলকে জেতাতে পারেননি টাইগার অধিনায়ক। সেঞ্চুরি করলেও ভাগ্য ঠিক সহায়তা করছে না তাকে। ভারতের বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান কাঁধে ব্যথা পান।

ওই ব্যথায় কাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে জন্ম নিয়েছে সংশয়ের। অবশ্য দলের ফিজিও বিভব সিং জানিয়েছেন, গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে টাইগার অধিনায়ককে। আসর শুরুর আগে ঠাণ্ডা মাথার মুশফিক হঠাৎ করেই বোমা ফাটান। মিডিয়ার মুখোমুখিতে সরাসরি বলেন, দল নির্বাচনে তার সঙ্গে কোনো আলোচনা করেননি প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এই আলোচনা না করা তাকে নাখোশ করেছে।

অবশ্য সেটা সামাল দিয়ে শক্তভাবেই ফিরেন ভারতের বিপক্ষে ১১৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে। পরশু ব্যাটিং করার সময় একবার ভারতীয় পেসার বরুণ অ্যারনের বিমারে পাঁজরে আঘাত পান। সেটা সামলে সেঞ্চুরি করেন। কিন্তু ৪৪ নম্বর ওভারে ফিল্ডিং করতে যেয়ে ডান কাঁধে ব্যথা পান। সেই ব্যথা তাকে মাঠের বাইরে নিয়ে আসে।

কাল এমআরআই করা হয়। সেই রিপোর্ট সম্পর্কে পরিষ্কার করে কিছু বলেননি ফিজিও বিভব। শুধু জানিয়েছেন পর্যবেক্ষণ করার কথা, 'আমরা তার শারীরিক কন্ডিশন আরও ভালোভাবে পর্যবেক্ষণ করব। ' ফিজিও যেভাবে পর্যবেক্ষণ করার কথা বলেছেন, তাতে আফগানিস্তান ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি! এর আগে তামিম ইকবালের ইনজুরি নিয়েও বিভব আশার কথা শুনিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজসহ এশিয়া কাপে দর্শক হয়েই থাকতে হল তামিমকে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.