আমাদের কথা খুঁজে নিন

   

পাবনায় জমি নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

পাবনার ফরিদপুর উপজেলার কেনাই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপ গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত ও আহত কমপক্ষে ১৫ জন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ওই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে ফরিদুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, উপজেলার আরকান্দি ইউনিয়নের কেনাই গ্রামে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তারা ও শাহাদত গ্রুপের সাথে রমজান আলী গ্রুপের বিরোধ চলে আসছে। জমি নিয়ে ইতিপূর্বে মামলা মোকদ্দমাও হয়েছে।

সর্বশেষ জমিটিতে আদালতের ১৪৪ ধারা জারি করা ছিল। আজ শুক্রবা সকালে তারা গ্রুপের লোকজন জমিতে গেলে প্রতিপক্ষ রমজানের লোকজন বাধা দেয়।

এ সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তার পরে সকাল ১০ টার দিকে দুই গ্রুপ দেশী অস্ত্র শস্ত্র নিয়ে ওই জমি দখল নেয়ার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কেনাই গ্রামের সোহরাব আলীর ছেলে জাকিরুল ইসলাম ও বাকিরুল ইসলাম নামের দুই ভাই নিহত হয়।

এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয় । আহতদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, আপাল প্রামানিক (৩৮), শওকত মৃধা (৪৭), আপেল মৃধা (৪০), আকমল মৃধা (২৮), মকছেদ আলী মোল্লা (৩৫), দুলাল প্রামানিক (৪২), আজম আলী (৩০), আব্দুল হাই (৩৫) । এদিকে তারা শাহাদত গ্রুপের একজন মারা যাওয়ার পর পরই অপর গ্রুপের সিদ্দিক হোসেন, রমজান আলী, ইদ্রিস আলী মোল্লা, আনোয়ার হোসেন, নবী নেওয়াজসহ ১২/১৫ টি বাড়ি ঘর লুটপাট চালায় তারা। এদের বাড়ি থেকে গবাদি পশুসহ বাড়িতে থাকা মুল্যবান সব জিনিসপত্র লুটপাট করেন তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.