আমাদের কথা খুঁজে নিন

   

মহিউদ্দীন খান আলমগীর বেসরকারিভাবে নির্বাচিত

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীরকে চাঁদপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় চাঁদপুরের রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এ ঘোষণা দেন। এই আসনে মহীউদ্দীন খান আলমগীর ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি বলে তিনি জানান।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে বৃহস্পতিবার চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ইকবাল-বিন-বাশারের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে জাতীয় পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী মমিনউল্যাহ পাটওয়ারী তার প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে এ আসনে আওয়ামী লীগের দীপু মনিকে নির্বাচিত ঘোষণা করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.