আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথের আন্দোলন,ব্লগার আসিফ মহিউদ্দীন এবং আমার কিছু কথা...

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... ক'দিন অনেক ব্যস্ত ছিলাম ব্যক্তিগত ঝামেলা নিয়ে। নেটে বসা হয়নি ঠিকমত। মাঝে মাঝে দুয়েকবার যে সামু ঘুরে যাইনি তা নয়। হঠাত করেই কালকে কার যেন ফেসবুক স্ট্যাটাসে দেখলাম আসিফ ভাইকে গ্রেফতার করা হয়েছে জগন্নাথের ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে। খুবই খারাপ লাগলো ব্যাপারটা শুনে।

আমাদের অধিকারগুলো এভাবে কেড়ে নেয়ার কোন অধিকার রাষ্ট্রযন্ত্রের নেই। থাকতে পারেনা। আমরা মধ্যযুগে বাস করছি না নিশ্চয়। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের বাকস্বাধীনতা দেয়া একবিংশ শতাব্দীতে সবগুলো দেশেরই একটা চ্যালেঞ্জ হউয়া উচিত। অন্তত এই সময়ে মানুষের মুখ চেপে তাকে থামিয়ে রাখা,মনোভাব প্রকাশ করতে না দেয়া বোকামিরই নামান্তর।

এই সরকার হয়তো ভেবেছে জামাত কে ধরেছি জনগণ খুশি হয়েছে। বি এন পি কে ধরেছি জনগণ চুপ থেকেছে। আর বাম নেতারা তো কোন ছার। এদেরতো বেইল নাই। দুয়েকটাকে গ্রেফতার করলেই সবগুলা সাইজ হয়ে যাবে।

কিন্তু সরকার জানেনা ন্যায্য সমস্ত আন্দোলনে সাধারণ মানুষ পাশে থাকে,অন্তত যার বিবেক আছে। বুদ্ধি আছে। জগন্নাথের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের পিছনে যে বেশ কজন ব্লগার সরব ছিলেন তার মাঝে আসিফ মহিউদ্দীন একজন। ব্যক্তিগত ভাবে আমি একজন আস্তিক,উনি একজন নাস্তিক। অনেকবারই আমার সাথে উনার ধর্ম নিয়ে তর্কাতর্কি এমনকি গালাগালিও হয়েছে।

কিন্তু আমি নিজেও বিশ্বাস করি,মানবতা ধর্মেরও উর্ধে। আজ পাক্কা দাঁড়িওয়ালা কোন হাজি সাহেব যদি একজন হিন্দুর প্রতিও অন্যায় করেন তবে আমার অবস্থান সেই হিন্দুর পক্ষে। সেই মুসলমানটিকে আমি মনে প্রাণে ঘৃণা করি যে অন্যায় করে। একই অবস্থান আমারো সকল অন্যায়কারীর বিরুদ্ধেও। আসিফ ব্লগে যতই গালাগালি করুক,ধর্মকে নিয়ে উস্কানি দেক এতে আপনি আমি যারা মুসলমান আছি তাদের ঈমান কমবে না।

যদি সেই ঈমানটুকু শক্ত হয় আর কি। বরং সেটা আরো বাড়বে। কারণ আসিফের যুক্তিতেই যদি কারো বিশ্বাসে আঘাত লাগে,কেউ নাস্তিক হয়ে যেতে চায় তবে আমার যুক্তি হচ্ছে তার ঈমানই ছিলনা। এইটা নিয়ে বাড়াবাড়ির কিছু নাই। ধর্ম একান্তই ব্যক্তিগত ব্যাপার।

একজন আমাকে গালি দিয়েছে বলে আপনিও যদি তাকে গালি দেন তবে সে কখনই আপনার পথে আসবেনা। একটা গল্পের কথা ভুলে গেছেন আস্তিক ভাইয়েরা??? নবীজির চলার পথে একজন বুড়ি কাঁটা বিছাতো যেন উনি কষ্ট পান। একদিন কাঁটা না দেখতে পেয়ে নবীজি চিন্তায় পরে গেলেন। কি ব্যাপার। কাঁটা নাই কেন? পরে উনি যখন জানতে পারলেন বুড়ি অসুস্থ তখন উনি তাকে দেখতে চলে গেলেন।

সেবা করতে চলে গেলেন। ইসলাম শুধু আঘাতের বদলে আঘাতই করতে শিখায় নি। মানবতাও শিখিয়ে গেছে। আজ আসিফ মহিউদ্দীন জেলে গেছে শুনে কিছু লোকের নগ্ন লাফালাফি দেখে আমার খুব অবাক লাগলো। সে যদি খারাপও হয় তবুও সে ভাল একটা কাজ করতে গেছে।

যে কাজটা আপনার আমার মত লোক কীবোর্ডে বসে ঝড় তোলা ছাড়া আর কিছুই করতে পারিনি। আসিফের মত রাস্তায় থাকার হিম্মত আমাদের ছিলনা। আমরা ব্লগ গরম করে রাখায় উস্তাদ। জেদ ধরে রাখি। আমাদের ইসলাম কি আসলেই আমাদের সেই শিক্ষা দিয়ে গেছে? বরং দুইটা ভালো কথা বলে দেখুনতো আসিফ আর কখনো গালি দেয় কিনা।

একটা কথা বলি...মানবতা সত্যিই অনেক বড়। ধর্ম গড়েই উঠেছে মানবতার ভিত্তিতে। ধর্ম পালনও করবেন আবার অন্যের কষ্টে হাততালি দিবেন। তবে আপনার ধর্ম পালনও হবেনা। সবশেষে,স্যালুট আসিফ মহিউদ্দীন।

আমরা অক্ষম,এই ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়াতে,অন্যায় মুখ বুঝে সহ্য করি আমরা। আপনি করেন নি। অন্তত আজ, এই একটি দিনের জন্য আপনি আমার হিরো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.