আমাদের কথা খুঁজে নিন

   

গরীবরে জন্য ভাংগা কুলো,ফুটো কলস আর ছড়ো কাথা



শ্রমিকের ন্যুনতম মজুরী আট হাজার দুরে থাক পাচ হাজার তিনশো হতেই কত মৃত্যু কত ধ্বংস । প্রত্যেক পরিবারকে মাসে দশ হাজর টাকা ভাতা দাবী সেখানে বেমানান ? ! বাংলাদেশে গড়ে প্রতি পরিবারে পাচজন করে মোট প্রায় তিন কোটি পরিবার। যার মধ্যে শতকোটি টাকার মালিকের সংখ্যা ও তাদের মোট সম্পদের পরিমানের দিন দিন বৃদ্ধির যে অনুপাত, আর বিদেশী ঋণের সমস্ত ভার, তা শোধ করছে সকল মানুষ। বিদেশী ঋণের সুবিধাভোগী মুষ্টিমেয় রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতি। লক্ষকোটি ডলারের বিদেশী ঋণী প্রকল্পের জন্য মুষ্টিমেয় রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতির হানাহানির স্বীকার হচ্ছে সকল মানুষ।

সুবিধা ভোগ করবে মুষ্টিমেয় রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতি, আর ঋণ শোধ করতে হবে সকল মানুষের ! কষ্ট ভোগ করতে হবে সকল মানুষের ! স্বাধীনতা পুর্ব ধনী গরীব তরুন যুবরা যুদ্ধ করেছিলো মুষ্টিমেয় রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতির জন্য ! স্বাধীনতা পরবর্তী প্রজন্মের তরুন যুবরা স্বৈরাচারের নিষ্ঠুর অত্যাচার নির্যাতন হতে মুক্তি পেতে গণঅভ্যুত্থান ঘটিয়েছিলো তাও মুষ্টিমেয় রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতির জন্য ! আদর্শের যুদ্ধ কি ? সুবিধা বঞ্চিতরা জীবন দিয়ে ছন্নছাড়া শয়তান ভারত আমেরিকা আর এ দেশীয় মুষ্টিমেয় ধনী রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতির সম্পদ বৃদ্ধি ! শ্রমের মূল্য কি মৃত্যু যন্ত্রণা নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তার জীবন ! গরীবরা গরীব হয়েও দু:খ কষ্ট ভুলে বড়লোকের প্রশংসায় পঞ্চমুখ হয় এ মুল্যবোধ শুধু এজন্য যে গরীব যেনো ভারত বিরোধী আমেরিকা বিরোধী না হয় ! পর্দার অন্তরালে ভারত আমেরিকাই আমাদের এ দেশীয় মুষ্টিমেয় ধনী রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতিদের মাধ্যমে গলধকরণ করছে তা যেনো বেশীরভাগ মানুষ না জানে ! আমেরিকা স্বাধীনতা যুদ্ধে বিরোধী পক্ষ, ভারত সহায়তা করেছিলো। স্বাধীনতা পরবর্তী ধনী রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতিরা স্বাধীন দেশের পুরো স্বাধীনতাই ছন্নছাড়া শয়তান ভারত আমেরিকার কাছে বিক্রি করে পুরোদেশকে ঋণগ্রস্থ পরাধীন করেছে। কেউ যেনো ভারত বিরোধী না হয় কেউ যেনো আমেরিকা বিরোধী না হয় তার কত আয়োজন । আমেরিকার আয়োজন আমেরিকা মানে স্বপ œসুখ,আমেরিকা যাওয়ার লোভ, আর ভারত নগ্নতা যৌনতা নায়িকা সেলিব্রেটিদের বুক পেটের কাপড় সরিয়ে দ্রুত তালে কোমর ঘুটিয়ে, নেশা দিয়ে ঘোরের মধ্যে আচ্ছন্ন করে আসল সত্য আড়াল। আমাদের এ দেশীয় মুষ্টিমেয় ধনী রাজনীতিক আমলা ব্যবসায়ী শিল্পপতিরা লুটেরা এরশাদ নাটক রচনা করে সময় ক্ষেপন করে সুযোগ সুবিধা কার কতখানি তার দর কষাকষি করছে।

রাজনৈতিক সমঝোতা হবে মানে সুযোগ সুবিধা কার কতখানি তার দর কষাকষি চুড়ান্ত হবে। গরীবের জন্য ভাংগা কুলো,ফুটো কলস আর ছেড়া কাথা । আমাদের সরকারগুলোর মধ্যে দেশের কথা না ভেবেই ব্যাক্তিসম্পদের মোহে আমেরিকা ভারতের বেশী আনুগত্য পাাওয়ার বিশাল দৌড়ঝাপ। আমরা যতই আমাদের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আন্দোলন করি তাতে এ অবস্থার পরিবর্তন হবেনা। আমাদের ভারত বিরোধী জোট আমেরিকা বিরোধী জোট করে আমেরিকা ও ভারতকে এদেশে নিষিদ্ধ করতে আওয়াজ তুলতে হবে।

আমেরিকা ও ভারতকে এদেশে নিষিদ্ধ করতে গণমাধ্যম বেশী ভূমিকা রাখতে পারে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.