আমাদের কথা খুঁজে নিন

   

একজন বিষ্ময়কর মানব

আমার মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের হাসি। তাই আমি সারাজীবন মানুষকে হাসি মুখে দেখতে চাই

আসুন একটি বিস্ময়কর পরিসংখ্যান দেখি। আর্সেনাল ফুটবল টিমে এরন রামসে নামে একজন ফুটবলার আছে। ওয়েলস বংশদ্ভুত এই মিডফিল্ডার কিছু ঘটনার জন্ম দিয়ে বিস্ময়কর মানবে পরিণত হয়েছেন। কথিত আছে এই ফুটবলার গোল দিলে বিশ্বের কিছু বিখ্যাত মানুষ মৃত্যুবরণ করে।

বর্তমানে বিশ্বের সেলিব্রিটিদের কাছে এরন রামসে একটি আতঙ্কের নাম। আসুন তাহলে দেখে নেইঃ ১/ ২০১১ সালের ১ ই মে এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড এর বিপক্ষে একটি গোল করেন। পরের দিন মানে মে,র ২ তারিখে আমেরিকান নেভি সিলস ওসামা বিন লাদেন কে হত্যা করে। ২/২০১১ সালের অক্টোবরের ২ তারিখে রামসে টটেনহামের বিপক্ষে গোল করেন। অক্টোবরের ৫ তারিখে এপেল গুরু স্টিভ জবস ক্যান্সারের সাথে যুদ্ধ করে মৃত্যু বরন করেন।

৩/২০১১ সালের ১৯ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে মার্সেই এর বিপক্ষে ইনজুরি টাইমে রামসে গোল করেন। অক্টোবরের ২০ তারিখ মুয়াম্মার গাদ্দাফি মৃত্যুবরণ করেন। ৪/২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রামসে সান্ডাল্যান্ডের বিপক্ষে গোল করেন। সেদিনই উইটনি হাউস্টনকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। ৫/২০১৩ সালের ৩০ নভেম্বর কার্ডিফ সিটির বিপক্ষে গোল করেন রামসে।

সেদিনই সড়ক দুর্ঘটনায় নিহত হন পল ওয়াকার। ৬/গত ৫ ই ডিসেম্বর ছিল আর্সেনালের সাথে হাল সিটির ম্যাচ। এই খেলায় গোল করেন মেসুত ওজিল এবং বেন্ডার। ৫ তারিখ রাতে এরশাদ ঘোষণা দিয়েছিল ৪ টি পিস্তল দিয়ে একযোগে গুলি করে আত্নহত্যা করবে। এরশাদের সৌভাগ্য সেই রাতে রামসে গোল করেনি।

নয়ত ঠিকই কিছু একটা ঘটতে পারত। এরশাদ সম্ভবত তাকে ফোন দিয়ে গোল দিতে না করেছিলএই প্রর্যন্ত ঘোষণা দিয়ে কেউই আত্নহত্যা করতে পারেনি। চাচ্চুও পারবে নাঅরুন রামসেকে এরশাদের ধন্যবাদ জানানো উচিৎ। এই বছর আর্সেনালের আরো ছয়টা ম্যাচ বাকি আছে । কাদের মোল্লার ফাঁসির রায়ের পুর্নাঙ্গ কপি প্রকাশ হয়েছে।

ডিসেম্বরের ৮,১১ এবং ১৪ তারিখে আর্সেনালের ম্যাচ রয়েছে। আশা করি বিজয় দিবসের আগে এই ম্যাচগুলোতে আরুন রামসে গোল দিবে এবং সাথে সাথে কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়া হবে। বিশেষ করে ১৪ তারিখের ম্যাচটায় হ্যাট্রিক করলে ফাটাফাটি হবেসবাই দোয়া করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, ডেইলি মেইল, ব্রাকলেইইস ওয়েবসাইট ,আর্সেনাল ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.