আমাদের কথা খুঁজে নিন

   

সীতাকুণ্ডে বিস্ফোরণে শিবিরকর্মী নিহত

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এয়াকুব নগর এলাকায় হাতবোমা তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত সুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতবোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটলে তিন শিবিরকর্মী আহত হন। এর মধ্যে রাসেল নামে একজন মারা গেছেন। ”
রাত ৯টার দিকে স্থানীয় সূত্রে এই খবর পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হতে এএসপি সালাউদ্দিন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমরা এই রকম একটি ঘটনার কথা শুনেছি। তবে খবর নিচ্ছি।


হতাহতদের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।   
বিরোধী দলের হরতাল-অবরোধে সীতাকুণ্ডে জামায়াত-শিবিরের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে মহাসড়কে ব্যাপক ভাংচুরের ঘটনাও ঘটে।
অবরোধ ও হরতালের মধ্যে সোমবারও সীতাকুণ্ডের বানুর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ছোট ট্রাকে আগুন দেয়া হয়।


এএসপি সালাউদ্দিন বলেন, অবরোধকারীরা ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ট্রাক দুটিতে আগুন দেয়া হয়।
চট্টগ্রামসহ সারাদেশে বিরোধী জোটের অবরোধ চলছে। পাশাপাশি কাদের মোল্লার মৃত্যু পরোয়ানার পর জামায়াত হরতাল ডেকেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.