আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসের নাটকে মৌটুসী...

বিজয় দিবসের একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আবারও মৌটুসী বিশ্বাস। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকের নাম 'কাকতাড়ুয়া'। এ নাটকে তার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকে মোশাররফ করিম অভিনয় করছেন একজন দেশপ্রেমিকের চরিত্রে এবং মৌটুসী বিশ্বাস অভিনয় করছেন একজন বিদেশ ফেরত মেয়ের চরিত্রে। মোশাররফ করিম এবং মৌটুসী দু'জনই আলাদা আলাদা নাটকে নিজেদের ভাঙার চেষ্টা করেন।

এই নাটকেও দু'জন তাই করেছেন। মোশাররফ করিমের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মৌটুসী বিশ্বাস বলেন , ' করিম ভাই সত্যিই অনেক মজার একজন মানুষ। তবে কাজের সময় তিনি দারুণ সিরিয়াস। তার সঙ্গে কাজ করতে গেলে সত্যিই অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হয়। কারণ কাউন্টার ডেলিভারিটা মনের মতো না হলে কাজটা ভালো দাঁড়ায় না।

' মোশাররফ করিম বলেন , ' মৌটুসী অনেক স্মার্ট এবং গুণী একজন অভিনেত্রী। শুটিং চলাকালীন সময়ে চরিত্রের গভীরে প্রবেশ করাটাই যেন তার ধ্যান থাকে। এটা একজন শিল্পীর জন্য অনেক জরুরি বিষয়ও বটে। '

পরিচালক মাসুদ সেজান জানান 'কাকতাড়ুয়া' নাটকটি ১৬ ডিসেম্বর বাংলাভিশনে রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে। মোশাররফ করিম ও মৌটুসী সর্বশেষ গত ঈদে সাইফ আহমেদ পরিচালিত 'স্বপ্ন ও ভ্রম্নণ ' নাটকে অভিনয় করেছেন।

এদিকে 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' , 'প্রজাপতি' ও 'টেলিভিশন' চলচ্চিত্রের পর আবু শাহেদ ইমন পরিচালিত 'জালালের পিতাগণ' ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তাকে একজন ভূমিদস্যুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.