আমাদের কথা খুঁজে নিন

   

দাবিতে অনশনে আন্না

সংসদে দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল পাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন প্রবীণ গান্ধীবাদী নেতা, সমাজসেবী আন্না হাজারে। সকালে নিজের পৈতৃক গ্রাম মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধির যাদববাবা মন্দিরে অনশনে বসেন আন্না। সাংবাদিকদের উদ্দেশে নিজের এ অনশনকে 'ডু অর ডাই আন্দোলন' আখ্যা দিয়ে আন্না বলেন, বিলটি সংসদে পাস না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। ৭৬ বছর বয়সী আন্না সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই বিলটি পাস করানোর দাবি তোলেন। আন্না বলেন, 'এ সরকারের ওপর তার কোনো বিশ্বাস নেই, রাজ্যসভায় জন লোকপাল বিল পাস করার ব্যাপারে বার বার আশ্বাস দেওয়া সত্ত্বেও সরকার তা ভঙ্গ করেছে। অনশন মঞ্চ থেকে আন্না বলেন, 'এ বিলের দাবিতে এর আগেও আমি অনশনে বসেছিলাম, সে সময় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী চিঠি লিখে আমাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে বলেছিলেন কেন্দ্রীয় সরকার বিলটি সংসদে পাস করতে বদ্ধপরিকর, সোনিয়াজির সেই আশ্বাস পেয়ে আমি অনশন প্রত্যাহার করেছিলাম কিন্তু এই ইউপিএ সরকার প্রতিশ্রুতি রাখেনি।' অনশন মঞ্চ থেকে 'জনতন্ত্র মোর্চা' নামে একটি নতুন অরাজনৈতিক দলও ঘোষণা করেন আন্না। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলকে সমর্থনও জোগাবে না বলে জানান তিনি।

আন্নার একসময়ের শিষ্য আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল অনশন মঞ্চে শামিল হবেন কি না_ প্রশ্ন করা হলে আন্না বলেন, 'এখানে যে কেউ আসতে পারেন, কারও মানা নেই।'

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.