আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসে দেশের বাইরে বেবী-জেমস

আজ মরিশাস যাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন ও নগরবাউল খ্যাত জেমস। ১৫ ডিসেম্বর মরিশাস রিজুই মার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় এই দুই সেলিব্রেটিকে নিয়ে এঙ্ক্লুসিভ এক লাইভ কনসার্ট। দুজনের সঙ্গে থাকছে ১২ সদস্যের একটি যন্ত্রশিল্পী দল। মরিশাসের মাটিতে এরকম একটি অনুষ্ঠান হতে যাচ্ছে এবারই প্রথম। আর এটি হচ্ছে বিজয় দিবস উপলক্ষে।

মরিশাসে কমর্রত প্রায় ৩৫ হাজার বাংলাদেশি শ্রমিক এ কনসার্টটি উপভোগ করবেন। এই ইভেন্টের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি। এটি আয়োজন করছে ওভারসিস ম্যানপাওয়ার সার্ভিস। এর বাংলাদেশি কর্মকর্তা আবদুল হামিদ জানান, মরিশাসে এরকম আয়োজন এবারই প্রথম। এর আগে বাংলাদেশি শিল্পীদের নিয়ে কখনো কোনো অনুষ্ঠান হয়নি।

এবারই হচ্ছে এবং এত বড়মাপের দুজন তারকা শিল্পী নিয়েই আয়োজনটি করা হচ্ছে। এ ছাড়া এত বড় একটি আয়োজন সবার পক্ষে সম্ভবও নয়। মূলত মরিশাসে কর্মরত হাজার হাজার বাংলাদেশি শ্রমিকের জন্য এ আনন্দঘন উদ্যোগটি নেওয়া হয়েছে। এ নিয়ে মরিশাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.