আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর সঙ্গে তারানকোর বৈঠক বাতিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বিশেষ দূত অস্কার ফারনান্দেজ তারানকোর দ্বিতীয় দফা বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়েছে। গতকাল বিকালে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকটি গত মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তারানকোর সফর এক দিন বেড়ে যাওয়ায় পিছিয়ে গতকাল করা হয়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী গতকাল দুপুরের পর গণমাধ্যমকে জানায়, তারানকো রাতেই চলে যাবেন। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে না। তবে দুই দলের মধ্যে সংলাপ নিয়ে দৃঢ় আশার কথা জানান ড. গওহর রিজভী। তিনি বলেন, সংলাপের মাধ্যমে সমাধানে আমরা আশাবাদী। সংলাপ চালিয়ে নেওয়া হবে।

এদিকে, প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তারানকো গতকাল রাজধানীর একটি হোটেলে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার আশা নিয়ে শুক্রবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব তারানকো। তার মধ্যস্থতায় গতকাল দুপুরে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা বৈঠক করেন। বিকালে সংবাদ সম্মেলন করেন তারানকো। সফরকালে তারানকো প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পার্টির চেয়ারম্যান, নাগরিক সমাজ ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.