আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুদন্ড কার্যকরের পদ্ধতি- যুক্তরাস্ট্রে


ছবিটা একটা ইলেকট্রিক চেয়ারের। যুক্তরাস্ট্রে মৃত্যুদন্ড প্রাপ্তদের এটাতে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এটাও একই জিনিস। দন্ডপ্রাপ্তদের শরীরে আড়াই থেকে তিন হাজার ভোল্ট বিদ্যুৎ তিনবার প্রবাহিত করা হয়। শেষবারে শচারেক ভোল্ট।

১৯৪৬ সালে একজনের শরীরে এরকম বিদ্যুৎ দেয়া হলে সে না মরে চেচামেচি শুরু করে । পরে ১৯৪৭ এ তাকে আবার বসিয়ে দন্ড কার্যকর করা হয়। তাপর ভোল্টেজ বাড়ানো হয়। এবার একটা পরিসংখ্যান। গত ১৯৭৬ থেকে আজ ২০১৩ অবধি যুক্তরাস্ট্রে মৃত্যুদন্ড কার্যকরের একটা ডাটা নীচে দেয়া হলো।

১. লিথাল ইনজেকশন (প্রানঘাতী ইনজেকশন) ব্যাবহার করে: ১১৮২ জন: ৩৫ টা রাজ্যে আর মার্কিন সেনাবাহিনীতে। ২. ইলেকট্রিক চেয়ারে বসিয়ে: ১৫৮ জনকে। ৩. ফাসী দিয়ে: ৩ জনকে। ৪. ফায়ারিং স্কোয়াডে: ৩ জনকে। ফাসীর দড়ি: লেথাল ইনজেকশন দেয়ার কামরাটা দেখুন নীচে: তিন রকম ইনজেকশন তিন বারে দেয়া হয়।

নামগুলো কমন তাই বললুমনা। সুত্র: Click This Link
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.