আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের একটি নির্মম মৃত্যুদন্ড

১৭৫৭ সালের ২৮মার্চ তারিখে রবার্ট ফ্রাংঙ্কো ডেমিয়েন্স কে মৃতুদন্ড দেয়া হয়। তার অপরাধ ছিল একই বছরের ৫ জানুয়ারি তারিখে তৎকালিন রাজা পন্চদশ লুইকে হত্যার চেস্টা করা। ঐদিন সে একটা ছুড়ির মাধ্যামে রাজা কে আঘাত করে। শরীরে শীতের কাপড় থাকায় রাজা বেচে যান এবং রেখে যান নৃশংশতার অদ্ভুত নিদর্শন। রবার্ট ফ্রাংঙ্কো ডেমিয়েন্স ডেমিয়েন্স কে ঘটনাস্থলে আটক করা হয় এবং তার উপর নির্মম অত্যাচার করে' এর পিছনে কারা আছে তা বের করার জন্য চেষ্টা করা হয়।

কোনো এক অদ্ভুত কারনে এই আধাপাগলা, ছন্নছাড়া লোকটি কেন রাজা কে ছুড়ি মারতে গেল তা কোনদিন জানা যায়নি। বিচারকরা তাকে মৃত্যুদন্ডাদেশ দিলেন । ঘোড়া দিয়ে টেনে তার শরীর ছিন্নভিন্ন করতে হবে। বিচারকদের সামনে ডেমিয়েন্স প্রথমে তার হাত (যে হাত দিয়ে রাজাকে মারতে চেয়েছিল) এবং বুক বল্লম দিয়ে খুচিয়ে ক্ষত বিক্ষত করে তাতে গরম সীসা, মোম, সালফার আর গরম তেল ঢেলে দেয়া হয়। পরে চ্যাং দোলা করে মাঠে নেয়া হয় কারন হাতুড়ী বা স্ল্যাজহ্যামার দিয়ে পিটি্যে তার পা থ্যাতলে দেয়া হয়েছিল।

এরপর চার হাত পা চারটি ঘোড়া দিয়ে টানা হয়। এতে কাজ না হওয়ায় আরও চারটা ঘোড়া সংযোজন করা হয়। এতেও কাজ হয়নি। পরে রাজকীয় জল্লাদ চার্লস হেনরী স্যানসন তার হাত-পা'র জয়েন্টস কেটে দিয়ে কাজটা এগিয়ে নেন। ডেমিয়েন্স তার শেষ হাতটা না কাটা পর্যন্ত বেচে ছিল।

প্রথম দিকে সে অবাক ভাবে তাকিয়ে ছিল। হচ্ছেটা কি ? এবং ঐটুকু সময়ের মাঝে তার সব চুল সাদা হয়ে গিয়েছিল। অনেক লেখক ডেমিয়েন্সকে তাদের লেখনী তে তুলে ধরেছেন । যেমন : Cesare Beccaria তার Crimes and Punishments (১৭৬৪) বইতে। Michel Foucault তার Discipline and Punish বইতে।

Thomas Paine in Rights of Man বইতে । Mark Twain তার A Connecticut Yankee in King Arthur's Court বইতে. সায়েন্স ফিকশন লেখক James Morrow তার l Blameless in Abaddon বইতে । Peter Weiss' play Marat/Sade. Hanns Heinz Ewers' frame story "The Execution of Damiens". Charles Dickens তার The Tale of Two Cities বইতে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।