আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তফা কাগুর অবান্দর (অবান্তর) ফেসবুক স্ট্যাটাস এবং তা দেখে নির্মল আনন্দ লাভ ... (আপনাদেরকে এই নির্মল আনন্দ লাভ থেকে বঞ্চিত করতে চাইনা বলে পোস্ট করলাম...)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

কিছুক্ষণ আগে এক ব্লগারের পোস্ট দেখেছিলাম এই বিষয়েই। সেই ব্লগারের পোস্টে সব কমেন্টগুলা ছিলনা। আমি সব কমেন্টগুলা পড়লাম আর হাসতে হাসতে পেট ব্যাথা হয়া গেল। সবগুলা দেখার মতো সময় আর হয়নাই। ঘুম পাইছে ... নিজে সবগুলা পড়তে না পারলেও আপনাদের জন্য দিয়া দিলাম। পড়েন আর নির্মল আনন্দ লাভ করেন ... Click This Link এই সেই বিখ্যাত স্ট্যাটাসের ফেসবুক লিংক ... ওহ্... একটা খবর দিতে ভূলেই গেছি::: মোস্তফা কাগু ত্রুটিপূর্ণ বাংলা লেখার সফট্ওয়্যার বিজয় একাত্তর বের করছে আগামী ১৬ই ডিসেম্বরে ... কি? ব্শ্বিাস হচ্ছেনা? স্ট্যাটাসটা দেখুন... বিশ্বাস করবেন..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।