আমাদের কথা খুঁজে নিন

   

গাঁজা খেতে চান , উরুগুয়ে যান ।

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই , যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

গাঁজা খেতে চান ? কোনো চিন্তা নেই , উরুগুয়ে চলে যান । আমাদের দেশে গাঁজা আর গাঁজার মত অধিকাংশ মাদকদ্রব্যই সেবন করা নিষিদ্ধ ব্যাপার আর প্রকাশ্যে তো নয় ই । আমাদের দেশে লুকিয়ে লুকিয়ে সেবন করতে হয় বাপের ভয়ে অথবা প্রশাসনের ভয়ে । বাপ ধরলে ঝাড়ি আর পুলিশ ধরলে বাঁড়ি ।

নির্ভয়ে গাঁজা খেতে চান ? উরুগুয়ে চলে যান । বিশ্বের প্রথম দেশ হিসেবে উরুগুয়ে সরকার গাঁজা উত্‍পাদন , বিক্রি এবং ব্যবহারের বৈধতা দিয়েছে । মঙ্গলবার দেশটির পার্লামেন্টে প্রায় ১২ ঘন্টা বিতর্কের পর সিনেটররা এ ঐতিহাসিক বিল অনুমোদন করেন । বিলে বলা হয়েছে , ১৮ বছর বয়সের ওপরে যে কোনো নিবন্ধিত উরুগুয়ান নাগরিক এক মাসে সর্বোচ্চ ৪০ গ্রাম এই মাদক কিনতে পারবে । লুকিয়ে খাওয়ার দিন শেষ ।

এখন , নিজে খাও আর সবার সাথে শেয়ার কর টাইপ অবস্থা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।