আমাদের কথা খুঁজে নিন

   

টেলিভিশন পেল ‘জুরি গ্র্যান্ড অ্যাওয়ার্ড’

অস্ট্রেলিয়ার ব্রিসবেনভিত্তিক ‘এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৩’ (অ্যাপসা)-এর অনুষ্ঠানে জুরি গ্র্যান্ড পুরস্কার পেয়েছে মোস্তাফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’।
ইমেইল বার্তার মাধ্যমে আয়োজকদের পক্ষে নাটালিয়া মোটো গ্লিটজকে জানিয়েছেন, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনের সিটি হলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘অস্কার’ বলে পরিচিত ওই আয়োজনের ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন টেলিভিশন ছবির অন্যতম চিত্রনাট্যকার আনিসুল হক ও অভিনয়শিল্পী তিশা। তাদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীলঙ্কার চলচ্চিত্রঅভিনেত্রী ও পরিচালক মালানি ফনসেকা।
একই বিভাগে মনোনয়ন পায় ইরানের আসগর ফরহাদির ‘দ্য পাস্ট’, জাপানের হিরোকাজু করিদার ‘লাইক ফাদার লাইক সান’ এবং ভারতের রিতেশ বাত্রার ‘দ্য লাঞ্চবক্স’ চলচ্চিত্র।


‘দ্য লাঞ্চবক্স’ জিতেছে দ্বিতীয় জুরি গ্র্যান্ড পুরস্কার। সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে ফিলিস্তিনের হানি আবু-আসাদের চলচ্চিত্র ‘ওমর’।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪১টি দেশের ২৩০টি ছবির মধ্য থেকে নয়টি বিভাগে পুরস্কার প্রদান করে অ্যাপসা।
এবারের আয়োজনে ‘টেলিভিশন’ সেরা চলচ্চিত্র এবং সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পায়।
‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে ছিলেন না মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বর্তমানে দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দুবাই অবস্থান করছেন বলে জানিয়েছেন তার সহকারী আব্দুলাহ। সেখানে তার সদ্য নির্মিত চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’ প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।