আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের মুক্তি চান বদরুদ্দোজা

শনিবার এক বিবৃতিতে বিকল্পধারার সভাপতি বি চৌধুরী বলেন, এরশাদ সাহেব একতরফা সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এরপর তাকে চিকিৎসার নামে আটক করে রাখা হয়েছে।
“এরশাদ সাহেবের কথা অনুযায়ী তার কোনো রোগ নেই। এই অবস্থায় জবরদস্তি করে এরশাদকে সিএমএইচ-এ ভর্তি করার বিষয়টি অগণতান্ত্রিক এবং প্রচলিত রাজনৈতিক নীতিমালাবিরোধী।”
গত বৃহস্পতিবার রাতে র‌্যাব পাহারায় জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের শীর্ষ নেতাদের কেউ কেউ তাকে আটক করার কথা বললেও এ পর্যন্ত এরশাদ নিজে কোনো কথা বলেননি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, “আমরা মনে করি শুধু দলীয় স্বার্থে কোনো রাজনৈতিক নেতাকে আটক রাখা কিছুতেই গ্রহণযোগ্য নয়। বিকল্পধারা অবিলম্বে এরশাদের মুক্তি দাবি করছে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।