আমাদের কথা খুঁজে নিন

   

ছাদে জান পতাকা লাগান, কাল ১৬ই ডিসেম্বর, বিজয় দিবস কাল

সিরাতুল মুস্তাকিম চাই, সে সমস্ত লোকের পথ, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যাদের প্রতি আল্লাহের গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে **** দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়েগেছে

বিসমিল্লাহির রাহমানের রাহিম আজ বিকালে ছাদে গিয়ে প্রচন্ড হতাশ হলাম!! অলমোস্ট কোন ছাদেই জাতীয় পতাকা নাই, নাই কোন ধরনের ডেকোরেশন। কি ভাই সমস্যা কি??? সাজানোর কথা না হয় বাদই দিলাম, একটা পতাকা লাগাতে এত কষ্ট কেন??? আমার চার পাশের তিনটা ছাদে দামড়া পোলা গুলা ঘুড্ডি উড়াচ্ছিল, সবাই বলে এরা নাকি ফার্মের মুরগি জেনারেশন, না পাইড়া বইলাই ফেল্ললাম, কি ভাই তোমরা পতাকা লাগাবে না??? বিজয় দিবসেতো পতাকা লাগানো মাস্ট। এইতো কয়েক বছর আগেও চরম প্রতিযোগীতা চলত, বড় পতাকা আর ডেকোরেশনের। প্রচন্ড হতাশ হইলাম আজকে, আর সবচেয়ে বেশী হতাশ এ্যপার্টমেন্ট গুলার ছাদের দিকে তাকায়া, একেকটাতে ২০ কি ৩০ এর উপরে পরিবার, কিন্তু ছাদ গুলা পুরা মরুভূমি হয়ে আছে।

। মনে মনে বলি এদের পতাকাতো ৩০ ফুট বাই ১৮ ফুট হওয়া দরকার, নাইলে এদের মান ইজ্জত কেমনে থাকে????? আমার মা ছিলেন আমার সাথে, আমার গ্যান গ্যানানি শুনে বলল," থাইল্যান্ডে দেখলাম প্রতিদিন সকাল ৮টায় জাতিয় সংগীত বাজে আর সকলেই দাঁড়িয়ে যায়, আর আমাদের দেশ হুহ, কি যে হইসে দেশের......"। !! ভাই দুক্ষের সাথে আবারো সবাইকে বলি, ছাদে জান পতাকা লাগান, দেশ প্রেম খালি অন্তরে থাকলে হবে না, মাঝে মাঝে প্রকাশ করাও খুব জরুরি। আমার দারোয়ান ভাই অবশ্য আমাকে শান্তনা দিয়ে বলল, "ভাইয়া, রাইত ১২টায় অনেকে লাগাইবো"। কি জানি??!! অপেক্ষায় থাকলাম!! আসসালামুয়ালাইকুম ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।