আমাদের কথা খুঁজে নিন

   

ছাদে বাগান করার পদ্ধতি ০১

আমি নিজে রুফ গার্ডেনার এবং আমি মনে প্রাণে চাই আমাদের এই শহরটির ছাদ সবুজে ভরে যাক।
পাঁচ মাস বয়সী কলমের চারাতে থাই মিষ্টি কামরাংগা ছাদে বাগান নিয়ে ইতিমধ্যে কয়েকটি পোষ্ট করেছিলাম । কিন্তু প্রথম পাতায় সুযোগ দেওয়া হয়নি নতুন ব্লগারের কারণে । তাই পড়ে নিন আমার ছাদে বাগানের ছবি পোষ্ট-১ এবং রুফ গার্ডেনিং নিয়ে কিছু কথা । ছাদে বাগান শুরু করার ক্ষেত্রে যে সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেসব বিষয়ই আমার লেখায় তুলে ধরতে চাই ।

লক্ষ্য করুণঃ যে সব গাছে তেমন কোন খাটুনি ছাড়াই ফল দেয় সেসব গাছ দিয়ে বাগান শুরু করার কথা আমি পূর্বের পোষ্টে বলেছিলাম । আজ আবারও বলছি লেবু , পেয়ারা , থাই মিষ্টি কামরাংগা , ডালিম , করমচা , বাউকূল , আপেল কূল , আংগুর ইত্যাদি খুব সহজেই ছাদে চাষ করা যায় । শুধুতাই নয় এসব গাছ অতি দ্রুত ফল দেয় । উদাহরণ হিসাবে বলা যায় একটি কামরাংগার কলমের চারা থেকে মাত্র ছয় মাসে ফল খাওয়া যায় । এটি কোন গল্পের কথা নয় ।

উপরের ছবিটি লক্ষ্য করুণ এটি পাঁচ মাস বয়সের চারা । ফল পাকতে সময় নিবে বেশি হলে একমাস । অর্থাৎ ছয় মাসে ফল । দেড় বছর বয়সী বারমাসী আমড়া ( আরো এক বছর আগে থেকেই ফল দিচ্ছে ) পরিচর্যাঃ উপরিল্লেখিত গাছের জন্য তেমন কোন পরিচর্যার প্রয়োজন পরে না । তবে নিয়মিত এবং পরিমিত পরিমানে পানি দিতে হবে ।

গাছ লাগানোর তিন মাস পর থেকে ১৫-২০ দিন অন্তর অন্তর খৈল পঁচা পানি পাতলা করে গাছের গোড়ায় দিলে ভাল ফল পাওয়া যায় । একবছরের মধ্যে এর বাইরে অন্য কোন সার দেওয়ার প্রয়োজন হবে না । অন্তত পক্ষে আমি দেই না । তাতে কি আমার বাগানে ফলের কোন কমতি আছে? মোটেও না । সন্দেহ থাকলে দেখতে পারেন আমার বাগানের এলবাম এখান থেকে ।

অথবা ভিজিট করুণ আমার এই সাইটটি । আমি পূর্বে বলেছি একবছরের মধ্যে অন্য কোন সার প্রয়োজন নেই । তাহলে একবছর পরে কি করবেন? টবের গাছে প্রতিবছর ফল পেতে এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । যদি গাছটি ছোট টবে হয় তাহলে বড় টবে নিতে হবে । আর যদি টবের সাইজ ১৬ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি বা তার চেয়ে বড় কোন টব বা হাফ ড্রাম হয় তবে টব পরিবর্তন করতে হবে না ।

শুধু টবের আংশিক মাটি পরিবর্তন করলেই চলবে এবং এটি ধারাবাহিক ভাবে প্রতিবছর করতে হবে । যদি নিয়ম মাফিক কাজটি করা যায় তাহলে প্রতিবছর উক্ত গাছ থেকে ফল পাওয়া যাবে । ছাদে বাগানের ক্ষেত্রে একটা অভিযোগ প্রায়ই পাওয়া যায় তাহল প্রথম বছর ফল ভালই ধরেছিল কিন্তু এখন আর ধরে না । এর কারণ একটাই । টব বা ড্রামের মাটি পরিবর্তন না করা ।

কষ্ট করে প্রতিবছর একবার সামান্য মাটি পরিবর্তন করার কারণে প্রচুর পরিমানে গাছে ফল ধরবে । যারা ছাদে বাগান করেন কিন্তু এই কাজটি না করার কারণে আশানুরূপ ফল না পেয়ে ইতিমধ্যে হতাশ হয়েছেন তারা একবার সঠিক নিয়মে কাজটি করে দেখুন । আমার মনে হয় না এরপর আর কোনদিন হতাশ হবেন । ২০ ইঞ্চি ড্রামে থাই মিষ্টি মাল্টা
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।