আমাদের কথা খুঁজে নিন

   

ধরিয়ে দিলে লাখ টাকা

ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে জানান, এই হামলার সাথে জড়িতদের অধিকাংশের ছবি পুলিশ সংগ্রহ করতে পেরেছে।
“এদের ধরিয়ে দেয়ার জন্য সকলের সহায়তা চাওয়া হয়েছে। একই সাথে ধরিয়ে দেয়ার ক্ষেত্রে সহায়তার জন্য প্রত্যেকের বিপরীতে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। ”
যাদের ছবি পাওয়া গেছে, তাদের কয়েকজনকে নিয়ে পোস্টার ছাপা হয়েছে জানিয়ে মাসুদ বলেছেন, তথ্য দিয়ে সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে।
গত শুক্রবার জুমার নামাজের পর মতিঝিল, ফকিরাপুল, এজিবি কলোনি এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

১০ থেকে ১৫ মিনিটের তাণ্ডবে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়।

এই ঘটনার ভিডিও ফুটেজ এবং ছবি সংগ্রহ করেছে পুলিশ। তার ভিত্তিতেও বিভিন্ন স্থানে অভিযান চলছে।
মাসুদ জানান, মহানগর পুলিশ হামলাকারীদের ছবি এবং পুরস্কারের ঘোষণা ব্যাপকভাবে প্রচারেরও সিদ্ধান্ত নিয়েছে।
সহায়তাকারীকে মহানগর গোয়েন্দা কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে (৯৩৬২৬৪০, ০১১৯১০০১১০০, ০১৬৭৮০২৪৬৫২) জানাতে বলা হয়েছে।

dmpmedia@dmp.gov.bd এবং www.facebook.com/dmp.dhaka এই দুই ঠিকানায় মেইলও করা যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।