আমাদের কথা খুঁজে নিন

   

আসাদুজ্জামান নুরের উপর জামাত শিবিরের হামলা, কোথায় এখন বিখ্যাত চলচিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম?

i love somewhere blog.
গত কিছুদিন আগে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠ শিল্পী ন্যান্সি তার ফেসকুকে একটি রাজনৈতিক বিষয়ক পোষ্ট দেন, ঠিক তার কয়েক দিন পর ন্যান্সির নেত্রকোনার গ্রামের বাড়ীতে একদল পুলিশ তল্লাসী চালায়। পুলিশের পক্ষহতে দাবী করাহয় ন্যান্সীর ঐ নেত্রকোণার বাড়ীতে কেউ থাকেন না, ন্যান্সির গ্রামের বাড়ীর ছাদে সন্ধ্যায় কিছু যুবক দেখা গেছে, অপরিচিত একসাথে কয়েক জন যুবকদের উপস্থিতি দেখে কেউ পুলিশকে খবর দিলে, পুলিশ ন্যান্সির গ্রামের বাড়ীতে তল্লাসি চালায়। কিন্তু ন্যান্সি তাতে মারাত্বক ভাবে ক্ষুব্দ হয়। ন্যান্সি তার ক্ষব্দ প্রতিক্রিয়ায় ব্যাক্ত করেন সাংবাদিক সন্লেন করে। আর ন্যান্সিকে সহায়তা করেন আমাদের দেশের অন্যতম বিখ্যাত চলচিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।

পুলিশ ঐ দিন ন্যান্সির বাড়ীতে নিয়ম মেনে তল্লাসি চালিয়েছিল, আইন শৃঙ্খলা বহিনী যে কোন সময় , যে কোন মুর্হুতে যে কারো বাড়ীতে বা প্রতিষ্টানে তল্লাসি চালাতে পারে , এটি আইন , পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু ঐ দিন ন্যান্সি সাংবাদিক সম্মেলনে পুলিশে নিয়ে মিথ্যাচার করেছেন এবং পুলিশের বিরুদ্ধে বিষাদাগার করেছেন। আর ন্যান্সিকে উষ্কদিতে সহায়তা করেন আমাদের বিখ্যাত চলচিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িতে হামলা; নিহত ৬ - See more at: Click This Link গত ১৪ই ডিসেম্বর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ব্যাক্তি ও পর পর একটানা ৩ বার নির্বাচিত একজন সম্মানিত সংসদ সদস্যের উপর হামলা চালায় জামাত শিবির, এতে আওয়ামীলীগের ৫ জন কর্মী সমর্তক হত্যাকরে জামাত শিবির। আসাদুজ্জামান নুর শুধু আওয়ামীলীগের নেতা নয় , তিনি একজন সংসদ সদস্য ও বাংলাদশের অন্যতম জনপ্রিয় জৈষ্ট নট্য আভিনেতা ও সাংষ্কৃতি ব্যাক্তি। তাছাড়া ঐ সম্মানিত ব্যাক্তি আসাদুজ্জামা নুর কখনো রাজনৈতিক উষ্কানী মুলক কোন কথাবার্তা বলেনা, মিথ্যা ভুয়া উষ্কানী মুলক, প্রতিপক্ষকে বিদ্রুপকরে কোনদিন কোথাও কোন বক্তব্য দিতে দেখিনি বা শুনেনি আসাদুজ্জামান নুরকে এই রকম একজন সম্মানিত ব্যাক্তির উপর বিনা উষ্কানীতে আক্রমণ করে জামাত শিবির আর হত্যা করে আওয়ামীলীগে ৫ জন সমর্তকে।

এমন একজন সম্মানিত সংসদ সদস্য ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জৈষ্ট নাট্য আভিনেতা ও সাংষ্কৃতির ব্যাক্তির উপর নির্মম মর্মান্তিক আক্রমণ করারও পরও এখনো পর্যন্ত কোথাও দেখা যায়নি চাষী নজরুল ইসলামকে। অথচ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সাধারণ ও সদ্য নতুন কন্ঠ শিল্পীর বাড়ীতে তল্লাসি চালিয়েছিল বলে চাষী নজরুল ইসলামের গায়ে আগুণ জ্বালে। কিন্তু একজন জনপ্রিয় জৈষ্ট নাট্য অভিনেতা ও পর পর নির্বাচিত সাংষ্কৃতি ব্যাক্তির উপর জামাত শিবিরের আক্রমণে চাষী নজরুল ইসলামের গায়ে বরফ দিয়ে বসে থাকেন। চাষী নজরুল ইসলামে প্রশ্ন ন্যান্সি সাংষ্কৃতি অঙ্গনে শিল্পী। কিন্তু আসাদউজ্জামান নুর কি ? সত্তি অবাক কন্ড, নোংরা রাজনৈতিক আবেশ হতে নিজেকে মুক্ত রাখতে পারলনা একজন জনপ্রিয় মেধাবী সম্মানিত চলচিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।

( নিহত সমর্তকদের জানাযা পড়ে এসে কান্নায় ভেঙ্গে পড়েন আসাদুজ্জামান নুর) ( জামাত শিবিরের আসাদুজ্জামানের গাড়ীতে ভাংচুর চালায়)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.