আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় এবং কিছু কথা



আজ ১৬ ই ডিসেম্বর। আজকের এই দিনে স্বাধীন হয়েছে আমাদের দেশ। এই কাংঙ্খিত দিনটির জন্য প্রান দিয়েছিল ৩০ লক্ষ প্রান। প্রতি বছর এই দিনটি সহ মুক্তিযুদ্বের স্বরনীয় দিন গুলো আসলেই শহীদ এবং বীর মুক্তিযোদ্বাদের প্রান ভরে স্মরন করি আমরা। কিন্তু এই দিনগুলো ব্যতিত অন্য দিন গুলাতে আমরা তাদের স্মরন করার তেমন সময় পাই না।

আর একটা কথা, আমরা শুধু শহীদদের কথাই স্মরন করি কিন্তু শহীদদের রেখে যাওয়া সন্তানদের গত ৪২ বছরে একবারও খবর নিয়েছি কিনা তাই সন্দেহ। গতকাল টিভিতে দেখলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ এর ছেলে এখন কুলি মজুরি করে জীবন যাপন করছে। সরকার যেখানে শহীদ এবং মুক্তিযোদ্বা দের নিয়ে এত গর্ভবোধ করে সেখানে মুক্তিযোদ্বার সন্তান কুলি মজুর করে দিন যাপন করে। এটা আমাদের জন্য কি খুবই সুখের খবর? গত কয়েক দিন আগে বরিশালে একজন হকারকে (বই বিক্রেতা) দেখলাম। তিনি ছোট ভ্যান গাড়িতে করে বই বিক্রি করছে।

কিন্তু দুঃখের বিষয় এই যে, তিনি একজন মুক্তিযোদ্বা। একজন মুক্তিযোদ্বা হয়ে তিনি একজন হকার। এটাও কি আমাদের জন্য সুখের খবর? আমরা যাদের জন্য এই স্বাধীনতা পেয়েছি তাদের এবং তাদের সন্তানদের অবস্থা যদি এই রকম হয় তবে এই স্বাধীনতার মূল্য কোথায়? ৪২ বছর পরও এই প্রশ্নগুলো থেকেই যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.