আমাদের কথা খুঁজে নিন

   

একজন সুনাগরিক ও তার জীবন যাপন

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। একটি নির্দিষ্ট ছকে বাধা আমার জীবন। আমি নিয়ম কানুন মেনে চলা একজন ছা পোষা মানুষ। আমার ভোরগুলো একই রকম, আমার সকালগুলো একই রকম, কেতাদুরস্ত পোশাক পরে আমার গন্তব্য কর্মস্থল।

দেশে গনতন্ত্রের বদলে সমাজতন্ত্র চালু হল কিনা, হরতাল ধর্মঘট,আন্দোলন আমার জীবনে প্রভাব ফেলেনা। সৃষ্টিকর্তার দেয়া নিয়ম মেনে চলি। নাস্তিকতা!আমি চিন্তাও করিনা। এইতো বেশ ভালই চলছে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে সুখের সংসার। ছেলে মেয়ে বড় হবে,তারাও হবে ছা পোষা কর্মচারী।

সমাজ ব্যাবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে, তারাও একদিন সুনাগরিক হবে। জীবনকে বয়ে চলার মধ্যে তুমি কি ক্লান্তি খুজে পাওনা? একই জীবন যাপনে তুমি কি ক্লান্ত হওনা? তুমি কি মনে কর এই ছকে বাধা জীবনই প্রকৃত জীবন? হে ছা পোষা কর্মচারী, তোমার জীবনের প্রতিটি দিন যদি একই রকম হল, তাহলে তুমি কেন বেচে আছ এতদিন? তোমার জীবনতো একটি দিনেই সীমাবদ্ধ। মৃত্যু কেন কামনা করনি, বেচে থাকার পর একটি দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.