আমাদের কথা খুঁজে নিন

   

আমার একদিনের বউ।

There is more than one of everything...

তখন অনেক রাত ছিল। মেয়েটার অনেক মন খারাপ ছিল। ফেইসবুকে স্ট্যাটাসে লিখছিলো,"আমার মন খুব খারাপ লাগতেছে,কিছুই ভালো লাগতেছে না। " আমি কমেন্ট করছিলাম,"অনলাইনে এসে কারো সাথে চ্যাট করেন,ভালো লাগবে। " সে তখন অনলাইনে এসে আমাকে চ্যাটে লিখলো,"হেই ইওর আইডিয়া"।

এভাবেই শুরু হয়েছিল ফেসবুকে যোগাযোগ। পরে ইয়াহু তে চ্যাট হইতো। আমার ওয়েবক্যাম নেই,ওর ছিল। ভিডিও চ্যাটে আমি ওকে দেখেছি,ও আমাকে দেখতো না। ওর নাম্বার চাইছিলাম,বলছিলাম,"নাম্বারটা দাও,দরকার না হলে কখনো ফোন দিব না।

" ও ১ম বারেই নাম্বার দিছিলো। ফোনে কথাবার্তা কম হতো,নেটেই বেশী যোগাযোগ হতো। ফ্রেন্ডদের সাথে মুভি দেখতে গিয়ে ওর চ্যাটিংএর রিপ্লাই না দিতে পারলে ও রাগ করতো। পরে একবার সিলি একটা ব্যাপর নিয়ে রাগারাগি হলে যোগাযোগ কিছুদিন বন্ধ ছিল। এরপরে যখন আমি যোগাযোগ করতে যাই,তখন ওর ইমোশন বেড়ে গিয়েছিল।

আমি আমার ছবি দিয়ে একটা এ্যালবাম আপলোড করছিলাম,আর ও বলছিলো,"বলো এই পিক গুলি আমার জন্য আপলোড করছো? বলো আমার জন্য করছো? বলো?" ওকে একদিন রাতে চ্যাট করতে যেয়ে বলেছিলাম,"এই আমার তো একটা বউ খুব দরকার,তুমি আজকে রাতের জন্য আমার বউ হবা?" ওর রিপ্লাই ছিল,"হবো । " আমার রিলেশনশিপ স্ট্যাটাস দিছিলাম ম্যারিড। ও বোঝেনি যে ওর জন্যই লিখছি। ও খুব মন খারাপ করে বলছিল আপনার নিউ রিলেশনের জন্য কংগ্রাটস। পরে বুঝায় বলছিলাম।

ও খুশি হইছিল। পরে ইয়াহু তে চ্যাট করতে যেয়ে ১ দিন ঝগড়া হইছিল। কিছুদিন কেউ যোগাযোগ করিনি। পরে আমি টেক্সট করটে ও রিপ্লাই দেয়নি। ওকে দেখার জন্য ওর শহরে(ঢাকার বাইরে) গেছিলাম।

যেয়ে টেক্সট করলাম,"আমি আসছি,তোমাকে জানাইলাম। " নো রিপ্লাই। পরেরদিন চলে আসার সমর টেক্সট করলাম,"চলে যাচ্ছি। " কোন জবাব নেই। চলে আসলাম।

ফ্রেন্ডলিস্ট থেকে রাগ করে ডিলিট করে দিছিলাম। আমি তার প্রোফাইল পিকচার রেগুলার দেখতাম। একদিন দেখি বিয়ের সাজে ছবি। ধাক্কা খেলাম। পরে আমার জন্মদিনের দিন টেক্সট করলাম,"আজ আমার জন্মদিন।

তোমার কি বিয়ে হয়ে গেছে? " ও বলল,"হ্যা। তুমি যেদিন আমাকে দেখতে আমার এখানে আসছিলা,তার ২ দিন পরে আমার বিয়ে ছিল,তাই তোমাকে জানাইনি। " আমি লিখছিলাম,"জানইলে তো খুশী হইতাম। " ও বলল,"ভাবলাম জানানো উচিৎ হবে না। " মনে হচ্ছিল মেয়েটা আমাকে কখনো আপন ভাবেনি।

কিন্তু তারপরে একটা টেক্সট এল। তাতে লেখা, "এত রুড হয়েও যে এত ভালোবাসা যায় তা তোমাকে না দেখলে বুঝতাম না!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।