আমাদের কথা খুঁজে নিন

   

একদিনের টু্যর - 01

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

বৃহষ্পতিবার বিকালে আমার এক চাচা ফোন দিলো, ভাতিজা কালকে সিরাজদিখান ঘুরতে যাবো, চলো। আমি খাড়ার উপর রাজী। একদিনের টু্যর হাতছাড়া করা ঠিক হবে না।

সকাল 10টার দিকে আমরা সিরাজদিখান হাজির। এলোপাথালি ঘোরাঘুরি শুরু হয়ে গেলো। বোনাস হিসাবে পেলাম চাচা'র অতীত স্মৃতি শোনার সুযোগ। আমি মোবাইল-ক্যাম দিয়ে ছবি তুলছি। যাই দেখছি তাই ভালো লাগছে।

ইছামতি নদী দেখলাম কাছ থেকে, আগে এ নদীর বুকে লঞ্চ চলতো এখন শুকিয়ে যাওয়ায় শুধু অল্প কিছু নৌকা চলাচল করে। পিচ ঢালা পথ ছেড়ে আমরা মেঠো পথ ধরলাম। বিশাল মাঠ, দীঘি, বাধানো ঘাট, ছোট পুল, পুরানো বট গাছ। সব মিলিয়ে মায়াবী পরিবেশ। তিন'টার দিকে গেলাম বায়েরঘাটা নামক আরেক গ্রামে।

ছায়াঘেরা এই গ্রামটা একটু ভিতরের দিকে। গ্রামে ঢুকতেই কানে আসলো ঝিঝি পোকার ডাক। ভর দুপুরে ক্লান্তহীন ভাবে ঝিঝি'র ডাক আগে শুনেছি বলে মনে পড়ছে না। সিরাজদিখানে মিষ্টির সুনাম শুনেছি, এবার চেখে দেখলাম। ফেরার পথে চাচা আমাকে এখানকার আরেক বিখ্যাত 'ক্ষীরা' কিনে দিলেন।

স্মৃতি ঃ 23 মার্চ 2007ইং,শুক্রবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।