আমাদের কথা খুঁজে নিন

   

একদিনের বাঙ্গালী

আমি একজন ভালো মানুষ হতে চেষ্টা করছি আজ সকালে শুনলাম আকাশবাণী সবাই যেন দিচ্ছে মহড়া বাংলা ভাষার এতদিন যারা বলত হ্যালো লিসেনারস আজকে বলছে সুপ্রিয় শ্রোতা মানুষ নামের যন্ত্র গুলো দিচ্ছে আজকে ভাঁওতা আমরা ভাবছি বাহ্ বাহ্! পরিপূর্ণ বাঙ্গালী জীবনের জন্য আজকে আমাদের এক পরিপূর্ণ সাজ যেন এক মহাকাব্যের কিছু পংতি যেখানে হাজার ভাষার মাঝে হারিয়ে গেছে কোন এক ভাষা কিংবা আজকে কোন এক ঝড় বাদলের রাতে পথ হারা এক পাখি যার আপন ঠিকানা হারিয়ে গেছে কিংবা নীড় হারা এক বিহঙ্গ যেন। আমরা যন্ত্রগুলো আবার কবে মানুষ হবো জানি না বাংলা ভাষা মানেই আমরা বুঝি একুশ বাংলা দিন বলতে বুঝি ১লা বৈশাখ বাংলাদেশ বলতে বুঝি ২৬ শে মার্চ কিংবা ১৬ ই ডিসেম্বর আমাদের জাতীয়তা এখন বন্দী তারিখে আমাদের ভাষা বন্দী হিন্দী চ্যানেলে আমরা মানুষ হবো কবে? আগে হবো মানুষ তারপর হবো বাঙ্গালী, বাংলাদেশী একদিনের জন্য স্মরণ নয়, হবো চিরদিনের জন্য, মহাকালের সাক্ষীর মত করে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।