আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়া দ্বীপের মায়া-১

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipooka.com/
১। সময় সকাল ৯টা ৪৭মিনিট। এই কিছুক্ষণ আগে গতরাতে ঠিক করে রাখা আমাদের চমৎকার বোটটিতে চড়ে চলেছি ছেড়া দ্বীপের পথে। আমাদের পাশে পাশেই চলছে এই বোটটিও।

সময়টা ছিলো ২০১২ইং সালের ২৬শে জানুয়ারি, ১৪ জনের বিশাল বাহিনী জাহাজ কুতুবদিয়াতে চড়ে চলে ছিলাম “সেন্টমার্টিনের পথে….” । প্রায় আড়াই ঘণ্টার সমুদ্র যাত্রার সময়টুকু অনায়াসে টেকে যায় ওপেন ডেক থেকে নদী-সমুদ্র, জেলে নৌকা-জাল, পাহার আর মেঘ দেখে। সারাটা পথই সঙ্গী হিসেবে সাথে ছিল “ঝাঁক” “ঝাঁক” “গাংচিল”। সেন্টমার্টিনের হোটেল প্রিন্স হ্যাভেনে আগে থেকে বুক করে রাখা রুমে উঠি সকলে। রুমে ব্যাগ-ব্যাগেজ রেখেই সকলে ছুটে যাই “সেন্টমার্টিনের উত্তরের সৈকতে” সাগর অবগাহনে।

নীল জলে সমুদ্র স্নান সেরে উঠে আসি একে একে সকলে। একটু দেরিতে দুপুরের খাওয়া সেরে সকলে আবার বের হই দ্বীপের পশ্চিম দিকে “সেন্টমার্টিনের সূর্যাস্ত” দেখতে। সান্ধ্য ভ্রমণ শেষে বাজারে এসে দেখি অনেক রকম “মাছ আর কাঁকড়া” সাজিয়ে রেখেছ। এগুলি দেখতে দেখতে আমার চমৎকার একটি বোট ঠিক করি ছেড়া দ্বীপে যাওয়ার। আজ এই পর্বে দেখবো নীলজল কেটে ছেড়া দ্বীপে পৌছনোর কিছু ছবি।

২। মিষ্টি রোদে বোটের ছাদে বসে আছি, ধীরে ধীরে রোদের তেজ বাড়ছে। ৩। বোটের ভেতরের একাংশ। ৪।

অনেকটা এসে পরেছি ঘাট ছেড়ে, আরো অনেকটা বাকি ছেড়া দ্বীপে পৌছনোর। ৫। ছোট্ট এই নৌকয় বসে এরা কি সাহসের সাথে মাছ ধরে যাচ্ছে। ছবিতে বুঝা যাচ্ছেনা, এখানে কিন্তু অনেক বড়বড় ঢেউ আছে। সময় সকাল ৯টা ৫৪ মিনিট।

আমাদের সবাইকে অবাক করে দিয়ে আমাদের অতি সুন্দর আর যাকে মনে হয়েছিলো অতি নিরাপদ, সেই বোটখানির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। সাগর পারে যে ঢেউ থাকে মাথায় সাদা ফেনার মুকুট নিয়ে এখানে তা নেই। বড় বড় প্যাট মোটা ঢেউয়ে আমাদের বোটটি দোলনার মতো ধুলছে। মহিলা আর বাঁচ্চারা বেশ ভয় পেয়েগেছে। বড়রা আমাদের উপর রেগে যাচ্ছে এমন একটা বাজে বোট ভাড়া করার জন্য।

বস, সবচেয়ে বেশি ভাড়া দিয়ে সবচেয়ে সুন্দর আর নিরাপদ বোটের এহেনো অবস্থার জন্য আমরা কিছুতেই দায়ি নই। বোটের লোক চেষ্টা করছে ইঞ্জিন ঠিক করতে, কিন্তু হচ্ছে না। খক খক কেশেই আবার ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। এক সময় সাইফুলও হাত লাগায় ওদের সাথে, (সাইফুলের ইঞ্জিন সম্পর্কে কিছুটা ধারনা আছে)। দেখা গেলো ইঞ্জিনের কোনো একটা অংশ খয় হয়ে গেছে যার ফলেই সমস্যা।

ওরা কাপর দিয়ে বেঁধে বেঁধে ঠিক করার চেষ্টা করলো, কাজ হলো না। ৬। সময় সকাল ১০টা ৩০ মিনিট, আমাদের উদ্ধারকারী বোট এগিয়ে আসছে। বাঁচ্চার সব চুপ চাপ হয়ে আছে, মহিলা আর মুরব্বিদের উৎকণ্ঠা কিছুতেই কমছেনা। ৭।

সাইফুল ইঞ্জিন ঠিক করার চেষ্টায় ব্যর্থ হয়ে ছাদে এসে বসেছে। আর আমাদের উদ্ধারকারী বোটটি এসে ভিরেছে আমাদের বোটের সাথে। ৮। উদ্ধারকারী বোটটি একটি দড়ি দিয়ে আমাদের বোটটি বেঁধে টোকরে নিয়ে চললো ছেড়া দ্বীপের দিকে। সময় তখন ১০টা ৩৮ মিনিট।

৯। তীরের কাছাকাছি সাদা ফেনাযুক্ত ঢেউয়ের নিচে রয়েছে প্রবাল প্রাচির। এখানে ডুব দিয়ে নিশ্চই অসাধারণ সৌন্দর্য অবলোকন করা যাবে। ১০। ছেড়া দ্বীপের মূল অংশ।

সময় তখন ১০টা ৫৩ মিনিট। ১১। উদ্ধারকারী বোট আমাদের টো করে নিয়ে এসেছে মৈড়া দ্বীপের কিনারায়। ১২। ছেড়া দ্বীপে নামার অপেক্ষায়.... ১৩।

ছেড়া দ্বীপে নামাটাও বিশাল এক ঝক্কির ব্যাপার। বোট সরা সরি তীরে যাবেনা, কারণি পানির নিচেই রয়েছে ধারালো প্রবাল পাথর। তাই এখান থেকে ছোট ছোট এই নৌকায় চড়ে যেতে হবে কিনারায়। ১৪। ছোট্ট নৌকায় ছোটো ছোটো ঢেউয়ে দুলতে দুলতে আমাদের প্রথম নৌকা যাচ্ছে..... ১৫।

এই নৌক থেকে নামতে হবে খুব সাবধানে। খালি পায়ে নামতে গেলে প্রবালে পা কাটবে, আর জুতা পরে নামতে গেলে পা পিছলানোর সম্ভবনা আছে। ১৬। আমাদের গোটা বল নেমে এসেছি বোট থেকে। এবার ছেড়া দ্বীপের ভেতরের দিকে যাওয়ার পালা....... ছেড়া দ্বীপে যাওয়ার এই অংশ কুকুর নাম দিলাম “ছেড়া দ্বীপের মায়া-১” পরের অংশে দেখতে পাবেন প্রবাল পাথর আর জলের খেলা।

প্রথম প্রকাশ: এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।