আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ার অ্যাশেজ পুনরুদ্ধার

গত তিনটি অ্যাসেজ চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হাতেই দেখেছে অস্ট্রেলিয়া। এবার ঘরের মাটিতেও অ্যাসেজ শুরুর আগে আন্ডারডগ ছিল মাইকেল ক্লার্কের দল। কিন্তু সিরিজ শুরুর পর পাল্টে যেতে থাকে চিত্র। দাপটের সঙ্গে প্রথম দুই টেস্ট জিতে অ্যাসেজ পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায় অসিরা। পার্থে ১৫০ রানে ইংলিশদের হারিয়ে পাঁচ বছর পর পুনরুদ্ধার করেছে অ্যাসেজ। সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর বঙ্ংি যেতে শুরু হবে মেলবোর্নে। পরের টেস্ট ৩-৭ জানুয়ারি, সিডনিতে।

ব্রিসবেনে প্রথম টেস্টে ৩৮১ রানে ও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ২১৮ রানের হারের পর স্পষ্টই হয়ে উঠেছিল, অ্যাসেজে কোনো লড়াই হবে না। অস্ট্রেলিয়া সিরিজ জিতবে একপেশে লড়াইয়ে। বরং আরও একবার ৫-০'তে হোয়াইটওয়াশ সম্ভাবনাও উঁকি দিয়েছে সিরিজের এগিয়ে যাওয়ার পর। পার্থের পর সেই সম্ভাবনা অনেকটাই শক্ত জমিন খুঁজে পেয়েছে। অস্ট্রেলিয়া সর্বশেষ অ্যাসেজ জিতেছিল ২০০৬-০৭ সালে।

প্রথম ইনিংসে স্বাগতিকরা স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ৩৮৫ রান করেছিল। জবাবে সফরকারী ইংলিশদের ইনিংস থেমে গিয়েছিল ২৫১ রানে। ১৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ওপেনার ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। টার্গেট দেয় ৫০৪ রানের। পাহাড়সম টার্গেটের পিছনে ধাওয়া করে মিচেল জনসনের বিধ্বংসী বোলিংয়ে ৩৫১ রানে থমকে দাঁড়ায় ইংল্যান্ড। তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নেন বেন স্টোকস। একাই দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন। খেলেছেন ১২০ রানের প্রত্যয়ী ইনিংস। তার এই সেঞ্চুরিই বিলম্বিত করেছে অস্ট্রেলিয়ার জয়। ইয়ান বেলও ৬০ রানের ইনিংস খেলে কিছুটা সময় ক্ষেপণ করেছেন।

প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ১১১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন স্টিভেন স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ৩৮৫ ও দ্বিতীয় ইনিংস, ৩৫৯/৬, ৮৭ ওভার (ডেভিড ওয়ার্নার ১১২, শেন ওয়াটসন ১০৩। টিম ব্রেসনান ২/৫৩, বেন স্টোকস ২/৮২)।

ইংল্যান্ড : প্রথম ইনিংস, ২৫১ ও দ্বিতীয় ইনিংস, ৩৫৩/১০, ১০৩.২ ওভার ( বেন স্টোকস ১২০, ইয়ান বেল ৬০, কেভিন পিটারসেন ৪৫, মিচেল জনসন ৪/৭৮)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.